নিজস্ব রিপোর্ট:
বিশ্ব বাজারে প্রতিদিনই ওঠানামা করছে স্বর্ণের দাম।তবে দেশের বাজারে প্রতিনিয়ত বেড়েই চলেছে স্বর্ণের দাম।দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম প্রায় লাখ টাকার অধিক ছাড়িয়ে গেছে।এ অবস্থায় বিদেশ থেকে আমদানি হতে পারে অন্যতম একটি উপায়।তবে ঠিক কী পরিমাণ স্বর্ণ-গহনা আমদানিতে দিতে হবে না ভ্যাট,তা জানতে হবে।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং অন্য দেশ থেকে দেশে ফেরার সময় শুল্কমুক্ত/ভ্যাট সুবিধায় স্বর্ণের গহনা আনতে পারবেন।আবার নির্দিষ্ট পরিমাণ শুল্ক/ভ্যাট দিয়ে স্বর্ণের বার দেশে আনার সুযোগ আছে।অপর্যটক যাত্রীদের ব্যাগেজ রুলসের আওতায় চলতি অর্থ বছর থেকে স্বর্ণের অলংকার ও স্বর্ণের বার এবং মোবাইল ফোন আনার সুবিধা বাড়ানো হয়েছে। বাজেটের সময় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)এই বিধিমালা জারি করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.