নিজস্ব রিপোর্ট:
শেষ পর্যন্ত নানা নাটকীয়তার পর আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভিয়ারিয়াল ও বার্সোলোনার মধ্যে ম্যাচ আয়োজনে পরিকল্পনা বাতিল করেছে ভিয়ারিয়াল ও বার্সোলোনার। মঙ্গলবার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে লা লিগা কর্তৃপক্ষ।
স্পেনের শীর্ষ লিগ কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, স্পেনে এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হওয়া প্রতিক্রিয়ার কারণে ম্যাচটি আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর আমেরিকার বাজারে লা লিগার সহযোগী প্রতিষ্ঠান (রেলেভেন্ট)।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.