তারিখ লোড হচ্ছে...

৮ সিবিএ নেতার বিরুদ্ধে মামলা বিআইডব্লিউটিএ ফ্লোটিং ইউনিয়ন তহবীলের ২৫ লাখ টাকা আত্মসাৎ

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএএর ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়ন রেজি নং বি ১৩২০ এর কল্যাণ তহবিলের নানা খাতে আয় কৃত ২৫ লক্ষ ২৮ হাজার১০৩ টাকা পর্যায়ক্রমে আত্মসাৎ এর দায়ে সিবিএ সভাপতিসহ বর্তমান সিবি এর সহযোগী কমিটি ও সাবেক ফ্লোটিং এর ৮ নেতার নামে মামলা দায়ের হয়েছে।
মাননীয় আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেন।
মামলাটি দায়ের করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়ন রেজিঃ নং নং বি ১৩২০ এর আহবায়ক মোহাম্মদ ওসমান গনি । এই মামলায় বিআইডব্লিউটিএ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ব্র্যাকেডের সিবিএ সভাপতিসহ সিবিএর সহযোগী কমিটির ও ফ্লোটিং এর সাবেক ৮ জন নেতাকে আসামি করা হয়েছে।
গত ৪ জানুয়ারি ২০২৩ তারিখে মাননীয় তৃতীয় শ্রম আদালত ঢাকায় মামলাটি দায়ের করা হয়। মামলা নং ০১/২০২৩ ধারা বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৯৬ ও ২৯৮। মামলায় অভিযোগ করা হয়েছে যে,আসামি মোঃ আলাউদ্দিন ড্রাইভার সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির আহমেদ, চৌধুরী মাস্টার, সাবেক দপ্তর সম্পাদক মোঃ খবির উদ্দিন বিশ্বাস লিভারম্যান সাবেক সদস্য মোঃ গোলাম মোস্তফা মাস্টার, সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ মাস্টার, সাবেক ঊর্ধ্বতন সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম মাস্টার, সাবেক কোষাধক্ষর , আবুল হোসেন সভাপতি শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ বি ২১৭৬ ও মোঃ সাব্বির খান দোকান
পরিচালনাকারীগণ পরস্পর জোক সাজোসে বিআইডব্লিউটিএ ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়ন এর কল্যাণ তহবিলের নামে বরাদ্দকৃত দোকান ভাড়া ও চাঁদা বাবদ সর্বমোট ২৫ লক্ষ ২৮ হাজার একশত তিন টাকা আদায় করে ইউনিয়নের ব্যাংক হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করেন।
বিষয়টি আহ্বায়ক কমিটি দায়িত্ব নেওয়ার পর ব্যাংক স্টেটমেন্ট ধরা পড়লে তাদেরকে আত্মসাৎকৃত টাকা ইউনিয়নের তহবিলে জমা দিতে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা টাকা জমা দেননি। ফলে ফ্লোটিং ইউনিয়নের সভায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা তৃতীয় শ্রম আদালতে বিজ্ঞ বিচারক মামলাটি গ্রহণ করে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

কাল ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ডেস্ক রিপোর্ট:

ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় ঢাকা অংশের ৯টি খালে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (৩ জুলাই) দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২ জুলাই) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে।

তিতাস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণী, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রীজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টীল, শাহরিয়ার স্টীল, ধার্মিক পাড়া ও কাউন্সিল এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম