স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জ জেলার, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউপির রোকনপুর গ্রামের ,আধ্যাত্মিক সাধক ও গীতিকার হযরত জবান শাহ (রহ.)-এর লেখা জনপ্রিয় গান ‘আমার মন মজরে’ সম্প্রতি অন্যের নামে প্রচারিত হচ্ছে—এমন অভিযোগ উঠেছে। ভক্ত ও অনুসারীদের দাবি, গানটি বর্তমানে কামরুজ্জামান রাব্বি নামে এক শিল্পী ফকির আছিম শাহ নামে বিভিন্ন টেলিভিশন, ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করছেন, যেখানে মূল গীতিকারের নাম সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে।
হযরত জবান শাহ (রহ.)-এর অনুসারীদের ভাষ্যে, এই গানটি বহু বছর ধরে তাঁর দরবার ও আধ্যাত্মিক আসরে পরিবেশিত হয়ে আসছে। গানটির কথা ও ভাব হযরতের আধ্যাত্মিক দর্শন ও মানবপ্রেমের আত্মশুদ্ধির প্রতিফলন বহন করে। তাই এটি অন্যের নামে প্রকাশ করা কেবল অনৈতিক নয়, বরং আইনগত ভাবেও দণ্ডনীয় অপরাধ এবং অন্যায়।
একজন অনুসারী বলেন, “আমাদের প্রিয় পীর সাহেবের লেখা গানকে অন্যের নামে ছড়িয়ে দেওয়া আমাদের হৃদয়ে আঘাত দিয়েছে। আমরা চাই মূল গীতিকারের মর্যাদা ফিরিয়ে দেওয়া হোক।”
আইনজীবীরা বলছেন, অন্যের রচনা বা শিল্পকর্ম অনুমতি ছাড়া নিজের নামে বা অন্য কারো নামে প্রকাশ করা বাংলাদেশের কপিরাইট আইন, ২০০০ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ ক্ষেত্রে মূল লেখকের স্বত্ব নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব।
ভক্ত ও সাংস্কৃতিক মহলের দাবি, এ ঘটনায় দ্রুত তদন্ত করে প্রকৃত গীতিকারের স্বীকৃতি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের সাংস্কৃতিক চুরি বন্ধ হয় এবং শিল্পীদের অধিকার সুরক্ষিত থাকে।
এ বিষয়ে কামরুজ্জামান রাব্বির বিরুদ্ধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি করেছের ভক্তবুন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.