গাজায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে শীতে

ডেস্ক রিপোর্ট:

যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সুনির্দিষ্ট হামলা অব্যাহত রয়েছে। আলজাজিরার খবর অনুযায়ী, গতকাল রোববারও গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত ক্যাম্পসহ আশপাশে তীব্র বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী আইডিএফ। এতে অন্তত একজন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

এর আগে শনিবার আইডিএফের প্রেস সার্ভিস জানায়, নুসেইরাত এলাকায় ইসলামিক জিহাদ সংগঠনের একজন সদস্যকে লক্ষ্য করে তারা সুনির্দিষ্ট ও সীমিত হামলা চালিয়েছে। জিহাদি সংগঠনের ওই সদস্য ইসরায়েলি সেনাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন।

এর মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, তাদের সেনাবাহিনীকে গাজার ইয়েলো লাইনের ইসরায়েলি অংশে হামাসের সব সুড়ঙ্গ ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, গাজায় হামাসের ৬০ শতাংশ সুড়ঙ্গ এখনও অক্ষত। ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আসন্ন শীতে গাজায় মানবিক পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে বলে আশঙ্কা ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর।

ইউক্রেনে রাতভর ড্রোন হামলা চালাল রাশিয়া

সবুজ বাংলাদেশ ডেস্কঃ

প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধের মধ্যে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী।

রোববার (৫ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।

তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু জানায়, রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া শনিবার রাতে ১০৩টি ইরান-নির্মিত শাহেদ মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) জেলেনস্কি বলেন, প্রায় প্রতিদিনই আমরা রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিরুদ্ধে আমাদের আকাশ প্রতিরক্ষা করছি। গত রাতে রাশিয়া ১০৩টি শাহেদ ড্রোন দিয়ে আক্রমণ করেছে, যাতে ৮ হাজার ৭৫৫টি এমন উপাদান রয়েছে যা বিদেশে তৈরি।

তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে আরও বলা হয়, গত সপ্তাহে রাশিয়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত ৫০ হাজারেরও বেশি নিষিদ্ধ উপাদান ব্যবহার করে ৬৩০টিরও বেশি আক্রমণকারী ড্রোন, প্রায় ৭৪০টি গাইডেড এরিয়াল বোমা এবং বিভিন্ন ধরনের প্রায় ৫০টি ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলেও জানিয়েছেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট অভিযোগ করে বলেন, বিদেশি উপাদানগুলোর সরবরাহ শৃঙ্খলে নিষেধাজ্ঞার চাপ অপর্যাপ্ত রয়ে গেছে। রাশিয়া তার প্রয়োজনীয় উপাদান এবং উৎপাদন সরঞ্জামগুলো হাতে পেয়েই চলেছে এবং সেগুলো ইউক্রেনকে আতঙ্কিত করার জন্য ব্যবহৃত অস্ত্রগুলোতে ব্যবহার করছে।

এদিকে, রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ান সামরিক বাহিনী ৬১টি ইউএভি গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে রোস্তভ অঞ্চলে ৩৭টি, ব্রায়ানস্ক অঞ্চলে ২০টি, ভোরোনেজ অঞ্চলে দুটি এবং বেলগরোদ ও ওরিওল অঞ্চলে একটি করে ড্রোন ধ্বংস করা হয়েছে।

রাশিয়া আরও জানায়, ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে। তবে তাদের বাহিনী ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দিয়েছে। যদিও সামাজিক মাধ্যমে রুশ ব্লগারদের পোস্ট ইঙ্গিত দিয়েছে যে মস্কোর বাহিনী উল্লেখযোগ্য চাপের মধ্যে আছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল ৯টার দিকে, কিয়েভের বাহিনী ‘দুটি ট্যাংক, একটি মাইন-বিরোধী যান এবং প্যারাট্রুপার-সহ ১২টি সাঁজোয়াযান’ নিয়ে বেরদিন গ্রামের দিকে হামলা চালায়। তবে দুই দফায় হওয়া ইউক্রেনীয় ওই হামলা প্রতিহত করা হয়েছে রাশিয়ান বাহিনী।

 

সবা:স:জু- ৬৫৯/২৫

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম