মার্টিন ও সোফির প্রেমের গুঞ্জন

ডেস্ক রিপোর্ট:

ধনকুবের প্রেমিক পেরির সঙ্গে ‘গেম অব থ্রোনস’ অভিনেত্রী সোফি টার্নারের সম্পর্কটা চুকেবুকে গেছে। অন্যদিকে ডাকোটা জনসনের সঙ্গে আট বছরের সম্পর্কের ইতি টেনেছেন কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিন।

পেরির সঙ্গে সম্পর্ক ভাঙার সপ্তাহখানেক পরই ক্রিস মার্টিনের সঙ্গে দেখা করেন সোফি টার্নার। সূত্রের বরাতে ডেইলি মেইল অনলাইন এক প্রতিবেদনে জানিয়েছে, দুজনে নাকি চুপিসারে প্রেম করছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চর্চা চলছে।ব্রিটিশ সাময়িকী দ্য সান জানিয়েছে, গত আগস্টের শেষের দিকে পেরির সঙ্গে চুপিচুপি সম্পর্কের ইতি টানেন সোফি। এরপর তাঁকে সেলিব্রিটিদের ডেটিং অ্যাপ ‘রায়া’ তে দেখা যায়। ২০২৩ সাল থেকে প্রেম করছিলেন পেরি ও সোফি। এই বছর জুনে গ্লাস্টনবেরি উৎসবে শেষবারের মতো একসঙ্গে দেখা গেছে তাঁদের।

ডেইলি মেইল লিখেছে, গত সেপ্টেম্বরেই পেরি ও সোফির সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এর কয়েক দিন পরই সোফির সঙ্গে ক্রিসের পরিচয় হয়। সোফির সাবেক প্রেমিক পেরিও নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন। সম্প্রতি তাঁকে এক স্বর্ণকেশী নারীর সঙ্গে দেখা গেছে, যিনি দেখতে অনেকটা সোফির মতোই।এর আগে ২০১৯ সালে লাস ভেগাসে গায়ক জো জোনাসকে বিয়ে করেন সোফি। চার বছর পর দুজনের বিবাহবিচ্ছেদ ঘটে। দুজনের সংসারে উইলা ও ডেলফিন নামে দুই মেয়ে রয়েছে।

মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান

নিজস্ব রিপোর্ট:

দুই বাংলার নন্দিত অভিনয়শিল্পী জয়া আহসান এবার ভক্তদের চমকে দিলেন এক অনন্য ফটোশুটে। মা রেহানা মাসউদের বিয়ে ও বউভাতের শাড়ি পরে ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। ৪৫ বছর আগের সেই শাড়িগুলোতে সোনার সুতোয় কাজ  আর তাতে লুকিয়ে আছে যেন এক চিরন্তন রূপকথা যা এখনো নতুন বিবাহের গন্ধে ভরপুর। মায়ের শাড়ি পরে ফটোশুট করে জয়া আহসান তা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন।

জয়া আহসান তার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন এই ছবিগুলোতে যে দুটো শাড়ি দেখা যাচ্ছে, সেগুলোর বয়স ৪৫ বছর  আসলে এগুলো আমার মায়ের বিয়ের শাড়ি, একটা বিয়ের একটা বউভাতের। বাবা কিনে নিয়ে গিয়েছিলেন কলকাতা থেকেই। সোনার সুতোয় কাজ করা এক চিরন্তন রূপকথা, এখনো ঠিক যেন নতুন নতুন বিবাহের গন্ধে ভরপুর।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম