রংপুরে ফরাসি রাষ্ট্রদূতের ডিজিটাল সেন্টার পরিদর্শন

আলাউদ্দিন কবির, রংপুর প্রতিনিধিঃ

 

ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে স্বচক্ষে দেখতে এবং তৃণমূল পর্যায়ে এর প্রভাব পর্যবেক্ষণ করতে সম্প্রতি রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত মি. জ্যঁ-মার্ক সেরে-শারলে এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি মি. স্টেফান লিলার।

 

পরিদর্শনকালে তাদের সঙ্গে ছিলেন ইউএনডিপি বাংলাদেশের সেকেন্ড ম্যান সোনালী দয়া রত্না এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ইউএনডিপি প্রতিনিধি দলের সদস্য এ কে এম সোহেল।

 

ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম ঘুরে দেখেন এবং এর মাধ্যমে স্থানীয় জনসাধারণ কীভাবে সেবা পাচ্ছেন, সে বিষয়ে অবগত হন অতিথিরা। এসময় আয়োজিত এক অনুষ্ঠানে রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি ডিজিটাল সেন্টারের ভূমিকা এবং স্থানীয় প্রশাসনে এর গুরুত্ব তুলে ধরেন।

এছাড়াও পরিদর্শনে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দুলাল হোসেন, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এবং সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ মাসুদ রানা।ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অতিথিদের জন্য নান্দনিক আয়োজন করা হয়েছিল, যা দেখে ফরাসি রাষ্ট্রদূত ও ইউএনডিপি প্রতিনিধিসহ অন্যান্য অতিথিরা মুগ্ধ হন। তারা ডিজিটাল সেবার মাধ্যমে গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে ইউডিসির ভূমিকার প্রশংসা করেন। এই পরিদর্শন তৃণমূল পর্যায়ে ডিজিটাল সেবা প্রসারে আন্তর্জাতিক মহলের আগ্রহের প্রতিফলন ঘটায়।

চিলমারী সাংবাদিক ফোরামের কমিটি গঠন সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর

জামিউল ইসলাম জনি:

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় সাংবাদিকদের সক্রিয় সংগঠন চিলমারী সাংবাদিক ফোরাম। সত্য উদঘাটনে ঐক্যবদ্ধ স্লোগানকে ধারন করে গত ২০১২ সালে এই সংগঠনের যাত্রা শুরু হয়। বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার ফোরামে কাযার্লয়ে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সবার সম্মতিতে সাওরাত হোসেন সোহেল (দৈনিক দাবানল ও মানবজমিন) সভাপতি ও জাহাঙ্গীর আলম সাদ্দাম ( দৈনিক স্বদেশ প্রতিদিন) কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি চিলমারী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা কবি কথাসাহিত্যিক গীতিকার ও সিনিয়র সাংবাদিক উমর ফারুক অনুমোদন করেছেন।
নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন এইচ এম মেহেদী (উত্তরের আলো) সহ-সভাপতি, মাহমুদুল হাসান (দৈনিক বাংলা বাজার ) সহ-সভাপতি, এস এম রাফি (দৈনিক কালবেলা) যুগ্ম সাধারণ সম্পাদক, ফয়সাল হক রকি (দৈনিক ইনকিলাব) সাংগঠনিক সম্পাদক, আমিনুল ইসলাম বীর ( সাপ্তাহিক জনপ্রাণ) অর্থ সম্পাদক, আতাউর রহমান (সকালের কাগজ ) দপ্তর সম্পাদক, হিজবুল ইসলাম (দৈনিক গণজাগরণ) প্রচার সম্পাদক, তাহমিনা আক্তার তিশা (বাংলা খবর) মহিলা বিষয়ক সম্পাদক, মোঃ বিপ্লব মিয়া (উত্তরের আলো) ক্রীড়া সম্পাদক, মোঃ জামিউল ইসলাম জনি (দৈনিক সবুজ বাংলাদেশ) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, মমিনুল ইসলাম বাবু (দৈনিক আজকের পত্রিকা) কার্যনির্বাহী সদস্য, মেহেদী হাসান শান্ত (সাপ্তাহিক সহযোগী) কার্যনির্বাহী সদস্য, ইসরাত জাহান এনি (সাপ্তাহিক জনপ্রাণ) কার্যনির্বাহী সদস্য, মো. ইউসূফ আলী (সাপ্তাহিক সহযোগী) সদস্য, রাব্বি সরকার রাসেল (জনমত২৪.কম) সদস্য, রবিউল ইসলাম (আপনদেশ২৪.কম) সদস্য, আশরাফুল ইসলাম (সাপ্তাহিক জনপ্রাণ) সদস্য, মিনহাজুল ইসলাম সীমান্ত (উত্তর বঙ্গ) সদস্য, জায়েদ ইসলাম নয়ন (দৈনিক পর্যবেক্ষন) সদস্য।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম