সেনা ক্যাম্প স্থাপনে ইউপিডিএফের বাঁধার প্রতিবাদে পিসিএনপি’র সংবাদ সম্মেলন

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীপুর উপজেলার বর্মাছড়িতে সেনা ক্যাম্প স্থাপনে ইউপিডিএফের বাঁধা দেওয়ায় এবং সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে ধর্ষণ, গুম ও খুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের বাঁধা প্রদান এবং ধর্মীয় আঘাত এনে বৌদ্ধ মন্দিরের জায়গা বলে দাবি করেন তারা। বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যমে খতিয়ে দেখি এটি কোনো মন্দিরের জায়গা নই। ইউপিডিএফ মূলত বাঁধা প্রদান করে তাদের রাজস্ব কায়েম এ সেনাবাহিনী ডাল হয়ে দাঁড়াতে চায়। এছাড়াও সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে ধর্ষণ, গুম ও খুনের প্রতিবাদ জানান বক্তারা। একইসাথে পার্বত্য চট্টগ্রাম থেকে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীদের হাত থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা।

এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রীয় মহাসচিব মোঃ আলমগীর কবির, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু তাহের, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুজ্জামান ডালিম, দপ্তর সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মোঃ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ মোকতাদের হোসেন, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি সালমা আহমেদ মৌ সহ জেলার নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যাব’র যৌথ অভিযানে নানা অনিয়মে জরিমানা-২৫লক্ষ

বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর মোগলটুলী,পশ্চিম মাদারবাড়ি এবং জিইসি মোড় ও মুরাদপুর এলাকায় বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে র‌্যাব-৭,এর বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০টি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানকে সর্বমোট ২৪লক্ষ ৭০হাজার টাকা জরিমানা করা হয়।

আজ ১৪ ও গত ১২মার্চ এই দুদিনের অভিযানে র‌্যাব-৭, এর বিশেষ ভ্রাম্যমাণ আদালত কর্তৃক মোট ১০টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৪ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে র‌্যাব-৭, চট্টগ্রাম এর আভিযানিক দল বর্ণিত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। র‍্যাব সূত্রে জানা যায়,স্বাস্থ্যকর খাবার জনসাধারনের মাঝে পরিবেশনের জন্য মোগলটুলী, পশ্চিম মাদারবাড়ি এবং জিইসি মোড় ও মুরাদপুর এলাকায় বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এরই ধারাবাহিকতায় গত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রকাশ্যে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার উৎপাদন, পচাঁ, দুর্গন্ধ, বাসী খাদ্য, ক্ষতিকর রাসায়নিক পদার্থ খাবারে মিশানো,অনেকদিন ধরে খাবার ফ্রিজে সংরক্ষণ করে এবং বিএসটিআই এর অনুমোদন ব্যতিরেকে তা সাধারণ জনগণের নিকট বিক্রয়পূর্বক প্রতারণা করার অপরাধে মোগলটুলী ও পশ্চিম মাদারবাড়ি এলাকার বিউটিফুল বেকারী’কে ৪ লক্ষ টাকা, মাহফুজ বেকারী ও কনফেকশনারি’কে ৪ লক্ষ টাকা, প্রগতি ফুডস’কে ৫ লক্ষ টাকা, চট্টলা বেকারী’কে ২ লক্ষ টাকা এবং তামান্না বেকারী’কে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ডসহ সর্বমোট ০৫টি প্রতিষ্ঠানকে ১৭ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং অর্থদন্ডের অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া অদ্য ১৪ মার্চ ২০২২ ইং তারিখ মঙ্গলবার জিইসি মোড় ও মুরাদপুর এলাকায় অবস্থিত কাচ্চি ডাইন’কে ১,২০,০০০ টাকা, এশিয়ান কাবাব ও বিরিয়ানি হাউজ’কে ১,০০,০০০ টাকা, মক্কা হোটেল’কে ১,৫০,০০০ টাকা, বাগদাদ হোটেল ও বিরানী হাইজ’কে ২,০০,০০০ টাকা এবং খাবার মেলা রেস্তোরাঁ’কে ও বিরানী হাউজকে ১,৫০,০০০টাকাসহ সর্বমোট ৫টি প্রতিষ্ঠানকে ৭ লক্ষ ২০ হাজার টাকা অর্থদন্ড এবং অর্থদন্ডের অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম