কিশোরগঞ্জে শীতবস্ত্র বিতরণ করল দূর্বার তারুণ্য

স্টাফ রিপোর্টারঃ

“কেবল কম্বল নয়, বয়স ভেদে শীতবস্ত্র করবো দান, বেঁচে থাকুক সব প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে দেশের জনপ্রিয় সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য তারুণ্য ‘শীতের আমেজ’ নামক শীতবস্ত্র বিতরণ প্রজেক্ট উদ্বোধন করেছে জানুয়ারির শুরুর দিকে।

তারই ধারাবাহিকতায় আজ (২৪ জানুয়ারি) মঙ্গলবার দূর্বার তারুণ্যের কিশোরগঞ্জ জেলা কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাবেল এর উদ্যোগে কিশোরগঞ্জ সদর থানায় শতাধিক মানুষকে কম্বল ও শীতের বিভিন্ন পোশাক বিতরণ করা হয়। এসময় আশেপাশের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে বিভিন্ন বয়স ও পেশার শতাধিক মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই প্রজেক্ট এর বিশেষত্ব হল- বিভিন্ন বয়সের মানুষকে তাদের সাইজ অনুযায়ী শীতের পোশাক দেয়া হয়। যা গায়ে জড়িয়ে তারা নিজেদের কার্যক্রম নির্বিঘ্নে চালাতে পারবে।

এ সম্পর্কে হাবিবুর রহমান পাবেল বলেন, আমার ১০ টাকার মধ্যে ৫ টাকাই আমি অসহায়কে দিতে পছন্দ করি,অসহায়দের দেওয়ার মতো আনন্দ পৃথিবীতে আর হতে পারেনা। আমি দূর্বার তারুণ্য থেকে শিখেছি কিভাবে মানুষের পাশে দাড়াতে হয়। তাই নিজের মতো করে মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আজীবন মানুষের পাশে থাকতে পারি।

প্রজেক্ট নিয়ে দূর্বার তারুণ্য এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ আবু আবিদ বলেন, পাবেল ভাই আমাদের কার্যক্রমের সফলতার উদহারন। কারন তিনি ব্যক্তি উদ্যোগে আজ মানুষকে দান করেছেন। এটাই তো আমাদের প্রজেক্টের স্বার্থকতা। আজ তিনি দান করেছেন, কাল সবাই যদি এগিয়ে আসে তাহলে কোন দুঃখী মানুষ পাওয়া যাবে না,সাহায্য করার জন্য।

এসময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সাবেক নেতৃবৃন্দসহ দূর্বার তারুণ্য এর সাধারণ স্বেচ্ছাসেবকরা।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হুরায়রা তালুকদারের দ্বায়িত্ব গ্রহণ

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদের নবনির্বাচত ভাইস চেয়ারম্যান অবু হুরায়রা তালুকদার আজ (৮ নভেম্বর) বুধবার দ্বায়িত্ব গ্রহণ করেছে।

জানা গেছে,উপজেলা পরিষদের (নবনির্বাচিত) চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের প্রথম সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হুরায়রা তালুকদারের দ্বায়িত্ব গ্রহণ করে উপজেলা পরিষদের নিজ কার্যালয়ে বসেন ও উপজেলায় আগত জনসাধারণের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করা হয়। তিনি জনগণের সেবা করার জন্য উপজেলার বাসির সকলে দোয়া ও সহযোগিতা চাঁন।

উল্লেখ্য গত (১২ জুন) তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ফজলুল হক নির্বাচিত হন ও ভাইস চেয়ারম্যান পদে আবু হুরায়রা তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালমা আক্তার কাকন নির্বাচিত হন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯ ৩০ কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে এসেছিল একটি বিশাল পাথর কুমিল্লায় হত্যার পর নারীর লাশ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে গেল দুর্বৃত্তরা দীর্ঘদিন পর গাজায় একসঙ্গে জুমার নামাজ আদায় করলেন হাজারো ফিলিস্তিনি