ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসা করে কোটিপতি পারভেজ ও দ্বীন ইসলাম

স্টাফ রিপোর্টারঃ

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়মিত অভিযানের মধ্যেও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়াতে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মাদক ব্যবসা।

বরং নতুন ব্যক্তিরা এ ব্যবসায় জড়াচ্ছেন। সরজমিনে অনুসন্ধান উঠে আসে মাদক ব্যবসায় কোটিপতির তালিকায় উঠে এসেছে নতুন নতুন নাম।
তার মধ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আওয়ামী লীগ নেতা দ্বীন ইসলাম ও একই এলাকার পারভেজ নামের এক যুবকের নামও উঠে এসেছে।

বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সাথে আলোচনা করে জানা গেছে, দ্বীন ইসলাম – পারভেজ সিন্ডিকেট দীর্ঘদিন ভারত থেকে মাদক এনে এলাকার একটি ভাড়াটিয়া বাড়িতে গোডাউন করে মজুদ করে রাখে।

তারা দুইজন নাগাইশে গড়ে তুলেছেন গাজাঁর ও মাদকের বিশাল সিন্ডিকেট। সেখান থেকে নির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমে সারা দেশে মাদক পাচার করেন তারা।
নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন দ্বীন ইসলাম একজন সাধারণ কৃষক পরিবারের সন্ত্রান। সেও কৃষি কাজ করেন। এলাকার বিভিন্ন বিচার মজলিশেও দ্বীন ইসলাম একজন ভালো শালিসি বা বিচারক হিসাবে চিনেন। আসলে কি তাই?

সাংবাদিকের বিশ্লেষণে বের হয়ে আসলো তার আসল রূপ। সে এসবের আড়ালে মাদক ব্যবসার বড় সিন্ডিকেটের সদস্য। তবে তার মানে থানায় কোন মামলা নেই। মাদক বিক্রির টাকায় প্রায় এক কোটি টাকা খরচ করে ব্রাহ্মণপাড়ায় নির্মাণ করছেন রাজকীয় বাড়ি।

এলাকায় কিনেছেন জমি। ৮/১০ টি পুকুরে মাছ রয়েছে প্রায় কোটি টাকাও বেশি। মাদকের কালো টাকা সাদা করতে আওয়ামী লীগের নাম ভাঙ্গাচ্ছে। চলাফেরা করছে বিভিন্ন আওয়ামী লীগ নেতা ও ভিআইপিদের সাথে। এবিষয়ে তার বাড়িতে একাধিকভাবে খোঁজ করে পাওয়া যায় নি।

তবে ফোনে যোগাযোগ করে এবিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, আমার কিছু শক্র আমাকে সমাজের কাজে ছোট করতে এ অপপ্রচার চালাচ্ছে। পারভেজ কর্মজীবনেরশুরুতে ছিলো গার্মেন্টস কর্মী। পরে এলাকায় এসে বিভিন্ন মানুষের কাছে থেকে টাকা দার করে শুরু করেন মাছের ব্যবসা। নিজের ঘর থাকা সত্বেও সে বাড়ির পাশে একটি ইটের তৈরি বাড়িতে ভাড়া থাকেন। এলাকায় তার কয়েকটি গরুর মোটাতাজা করন ফার্ম ও রয়েছে। সেখানে প্রায় অর্ধশতাধিক গরু কিনেছেন। নিয়ে ব্যবহার করেন প্রায় সাড়ে চার লক্ষ টাকার মোটরসাইকেল। প্রতি সপ্তাহে পরিবর্তন করেন দামি ব্র্যান্ডের ফোন। তবে হঠাৎ তার এত পরিবর্তন লক্ষণীয়। চলাফেরা সত্যি অবাক করার মতো।

মোটা অংকের টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতা ও এলাকার কিছু শালিসকেও তার পক্ষে নিয়ে আসেন। এবিষয়ে তার বাড়িতে একাধিকভাবে খোঁজ করে পাওয়া যায় নি। পরে জানা যায় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। তবে তার মোবাইলে কল করার পর সাংবাদিক পরিচয় দিতেই সে ফোন কেটে দেন। পরবর্তীতে সে আর কোন কল রিসিভ করেন নি।

নাম প্রকাশ না করার শর্তে আরও একজন স্থানীয় ব্যক্তি জানান, গাজাঁ ব্যবসার ওপর ভর করে পারভেজের পুরো পরিবারের ভাগ্য বদলে গেছে। কোটি কোটি টাকার মালিক হওয়ার পাশাপাশি দামী মোটরসাইকেল ও প্রায় ২০ টি ও বেশি গরুর মালিক হয়েছেন তিনি। তদন্ত সূত্রে আরো জানা যায় পারভেজ গত কিছু দিন আগে গাজা সহ পুলিশের নিকট আটক হয়ে জামিনে আছে, বর্তমানে তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগও রয়েছে।পরবর্তীতে তদন্ত বিস্তারিত,………. আসছে।

জবি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আউপলিফট ইউর ক্যারিয়ার ৩.০ অনুষ্ঠিত

 

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি:
জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব কর্তৃক অনুষ্ঠিত হলো আউপলিফট ইউর ক্যারিয়ার ৩.০। ১৮ নভেম্বর রোজ শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইভেন্টটি অনুষ্ঠিত হয়।

আউপলিফট ইউর ক্যারিয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (জেএনইউসিসি) এর একটি বিশেষ ইভেন্ট। গত দুই বছর ধরে জবি ক্যারিয়ার ক্লাব এই ইভেন্টটির আয়োজন করে আসছে। এবছর তৃতীয় বারের মতো এই ইভেন্টটির আয়োজন করেছে জেএনইউসিসি। বর্তমান সময়ে একজন শিক্ষার্থীর নিজ ক্যারিয়ারকে সকলের চেয়ে এগিয়ে রাখার দিকনির্দেশনা ও দক্ষতার বিকাশের লক্ষে এই ইভেন্টটি আয়োজিত হয়েছে। ইভেন্টিতে বিভিন্ন ক্যাটাগরিতে ক্যারিয়ার উন্নয়ন সম্পর্কিত সেশনের আয়োজন করা হয়। ইভেন্টটি সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল।

উক্ত ইভেন্টটিতে The Art and Science of Resume,  Your First Interview, Employability Skills for 21st Century Job Market, Soft Skills That Bring Competitive Advantage, Career Choice BCS এবং Procurement and Supply Chain Management as a Career Choice সেশনগুলো অনুষ্ঠিত হয়।

ইভেন্টটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর প্রক্টর ড. মোস্তফা কামাল। এছাড়াও ইভেন্টটিতে উপস্থিত ছিলেন জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব এর চেয়ারপারসন ড. মোহাম্মদ মহিউদ্দিন ও মডারেটর মো. মোজাম্মেল হক।

উক্ত ইভেন্টটিতে উপস্থিত স্পিকার মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এই ধরনের ইভেন্ট একাডেমিক পড়াশোনার বাইরে একজন শিক্ষার্থীর তার ক্যারিয়ার সম্পর্কে সচেতন করে তোলে, তাকে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করে এবং ভবিষ্যতে এমন আরো সময়োপযোগী ইভেন্ট এর আয়োজনের আশা ব্যক্ত করে তিনি।

জেএনইউসিসি এর সাধারণ সম্পাদক রানা ইসলাম জানান, আমাদের মূল লক্ষ্যই হলো শিক্ষার্থীদের তার ক্যারিয়ারের প্রতিটি ধাপ সম্পর্কে অবগত রাখা এবং তাকে বর্তমান সময়ের প্রয়োজনীয় দক্ষতাগুলো শিখতে সহায়তা করা। এবং এই কারণটিকে বিবেচনা করে আমরা এই ইভেন্টটির আয়োজন করে আসছি। এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত এই অংশগ্রহণ আমাদের পরবর্তীতে এ ধরনের ইভেন্ট আয়োজনে উৎসাহ প্রদান করছে।

জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের সভাপতি তাসপিয়া ইসলাম বলেন, একজন শিক্ষার্থীর ক্যারিয়ার গঠনে সবচেয়ে বেশি প্রয়োজন সঠিক দিকনির্দেশনা। আর আমাদের এই ইভেন্টটির প্রতিটি সেশন এই বিষয়টি বিবেচনায় করা। এই সেশনগুলো একজন শিক্ষার্থীকে বর্তমান সময়ে অনেক বেশি এগিয়ে রাখবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন