প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৬:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ২:৪৩ পি.এম
জন্মদিনে মান্নাতে দেখা দেবেন শাহরুখ
বিনোদন ডেস্ক:একদিন বাদেই অর্থাৎ আগামী ২ নভেম্বর বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। প্রতিবছর এই দিনে বান্দ্রার সমুদ্রমুখী সাদা বাংলোর সামনে থাকে ভক্ত অনুরাগীদের ভিড়। মাস কয়েক আগেই মান্নাত ছেড়ে সপরিবারে আলিবাগের ভাড়া বাড়িতে উঠেছেন শাহরুখ। এরপর থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন,এবার জন্মদিনে কি দেখা দেবেন শাহরুখ? এমন খবরই যখন ছড়িয়ে পড়ে চারিদিকে,ঠিক সেই সময়েই সুখবর দিলেন শাহরুখ।
এই বছরেও জন্মদিনে মান্নাত এ দেখা যাবে তাকে।
এক্স এর পাতায় এক অনুরাগী সরাসরি প্রশ্ন করে বসেন শাহরুখকেই। তিনি জিজ্ঞাসা করেন, স্যার এ বছর মান্নাতে অনুরাগীদের দেখা দিতে আসবেন? এর উত্তরে শাহরুখ বলেন, হ্যাঁ আসব তো। শুধু এবার আমাকে শক্ত টুপি পরতে হবে।শাহরুখের জন্মদিনে মান্নাত এর বাইরে এসে দাঁড়িয়ে থাকেন তার অনুরাগীরা,শুধুমাত্র তাকে একঝলক দেখার জন্য। কয়েক মিনিটের দর্শনে তিনি কখনো হাত নাড়েন,কখনো ছুড়ে দেন চুমু কখনো আবার দুই হাত ছড়িয়ে তার পরিচিত পোজ দেন। তাতেই উল্লাসে ফেটে পড়েন অনুরাগীরা। এদিকে জানা গেছে,জন্মদিনেই আসবে শাহরুখ অভিনীত নতুন সিনেমা ‘দ্য কিং’ এর প্রথম টিজার।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত