ফরিদপুর জেলার সালথায় সন্ত্রাসী-মাস্তান ও ভূমি দস্যু কর্তৃক জুলুম অত্যাচার থেকে বাচার আবেদন

স্টাফ রিপোর্টারঃ

খন্দকার দেলোয়ার হোসেন (৬০), পিতাঃ মৃতঃ খন্দকার সুজাউদ্দিন, মাতাঃ লাইলী বেগম, সাং- খো থানা সালথা, জেলার ফরিদপুর। আইজিপি বরাবরে আবেদন করেন যে, ফরিদপুর জেলার সালথা থানার অন্তর্গত ৪৯ নং নটখোলা মৌজার আর এস ২৫৩, ৮৫৪, ৭৮, ২৫৫ নং খতিয়ানের আর এম ১৬০২, ১৬০৫, ১৬১২, ১৫৯৭, ১৫২৯ নং দাগে এসএ ৯৪ নং খতিয়ান ১৬০২, ১৬১২ নং দাগ যাহার হাল ২৩৬৪ নং দাগ এস এস ৯৪ নং খতিয়ান ভূক্ত। এসএ ১৫৯৭ নং দাগে হাল ২১৫১ নং ान ৭৬ নং খতিয়ানে এসএ ১৬০৫ নং দাগ যাহার হাল ২২৫১ সর্বমোট জমির পরিমাণ ১.৭১ এননা জমির মধ্যে আমার মা লাইলী বেগম ৮ আনা অংশের মালিক হইয়া দীর্ঘদিন যাবৎ ভোগ করিয়া আসিতেছে। বর্তমানে আমার মা খুবই অসুস্থ হওয়াতে উক্ত দাগের জমি আমি ও আমার অন্যান্য আত্মীয়স্বজনরা দেখা শোনা করিয়া ভোগ দখল করিয়া আসিতেছে। বর্তমানে সৈয়দ আমীর হোসেন বীরু (৬২), পিতাঃ মৃত সৈয়দ আব্দুল মান্নান, মাতাঃ মৃত জোহান বেগম (৫৭), পিতাঃ সৈয়দ চুন্নু মীর উভয় সাং নটখোলা, ৩। আমিন খন্দকার (৪০) পিতা মৃত খন্দকার হাচেন আলী, সাং-চান্দাখোলা সর্ব থানার সালথা জেলার ফরিদপুর এবং তাহাদের সন্ত্রাসী মাস্তান সহযোগীরা আমাদের উল্লেখিত দাগে জমিগুলি জোরপূর্বক দখল করিয়া নেওয়ার জন্য তারা আমার ও আমার পরিবারের অন্যান্য লোকজনদের উপর দীর্ঘদিন যাবৎ জুলুম অত্যাচার করিয়া আসিতেছে এবং তাহারা আমাকে ও আমার পরিবারের অন্যান্য লোকজনদেরকে নানাধরনের ভয়ভীতি ও আমাদেরকে নির্মমভাবে খুন করিয়া আমাদের লাশ গুম করিয়া ফ্যালাইবে অথবা আমার ও আমার পরিবারের অন্যান্য লোকজনদের বিরুদ্ধে থানায় ও আদালতে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দায়ের করিয়া জেল খাটাইবে বলিয়া হুমকি দিয়া আসিতেছে। ইতিপূর্বেও আমার ও আমার পরিবারের অন্যান্য লোকজনদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দায়ের করিয়া হয়রানি করিয়াছে। যার কারণে আমি ও আমার পরিবারের অন্যান্য লোকজনেরা নিরাপত্তহীনভাবে চরম আতষ্কের মধ্যে রহিয়াছি। তাছাড়াও উল্লেখিত ব্যাক্তিরা আমাদের মানি মনাধীন ফরিদপুর জেলার সালথা থানার নাটখোলা মৌজার দাগ নং ২২৩৮ নং দাগের জমি জোরপূর্বক দখল করিয়া নেওয়ার জন্য ষড়যন্ত্র করিয়া আসিতেছে। উল্লেখিত ব্যক্তিরা এলাকায় চিহ্নিত ভূমিদস্যু, সন্ত্রাসী-মাস্তান প্রকৃতির লোক। অতএব জনাবের নিকট আকুল আবেদন উল্লেখিত ঘটনার ব্যাপারে জরুরী উরিতে প্রেয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করারা জন্য অনুরোধ করিতেছি। অন্যদিকে সালথা থানায় সাহায্য চেয়েও কোন প্রতিকার পাননি বরং এস আই বাসেদ হয়রানী করছে এই পরিবার টিকে এ বিষয়ে ওসি সাহেবকে বললে তিনি এই প্রতিবেদকের উপর ক্ষেপে জান।

বিজয় দিবসে গাবতলী-সাভার রুটে নিয়ন্ত্রিত থাকবে যানবাহন, চলতে হবে যে পথে

স্টাফ রিপোর্টার: 

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গাবতলী-আমিনবাজার-সাভার রুটে সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ফলে এ পথের যাত্রী ও যানবাহনকে বিকল্প সড়কে চলাচলের জন্য অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রবিবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত এই সড়কটি নিয়ন্ত্রিত থাকবে। এ সময়ের মধ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা, বিদেশী কূটনীতিক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সাভারে জাতীয় স্মৃতিসৌধে গমনাগমন করবেন।

সোমবার সকালে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজয় দিবসের প্রথম প্রহর রবিবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, মাইক্রোবাস, কার, সিএনজিসহ বিভিন্ন শ্রেণির যানবাহনসমূহকে গাবতলী-আমিন বাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিকল্প সড়ক

১. গাবতলী থেকে সাভার হয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া যানবাহন ঢাকা এয়ারপোর্ট রোড হয়ে আব্দুল্লাহপুর ক্রসিং দিয়ে আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।

২. কল্যাণপুর ও টেকনিক্যাল ক্রসিং থেকে ঢাকার বাইরে ছেড়ে যাওয়া যানবাহন টেকনিক্যাল ক্রসিং থেকে ডানে টার্ন করে মিরপুর-১ নম্বর হয়ে দিয়াবাড়ি ক্রসিং দিয়ে চলাচল করবে।

৩. আরিচা থেকে আমিনবাজার হয়ে ঢাকা মহানগরগামী যানবাহনসমূহ নবীনগর বাজারে বামে টার্ন করে আশুলিয়া হয়ে চলাচল করবে।

৪. টাঙ্গাইল থেকে ঢাকাগামী যানবাহন কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে চলাচল করবে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

 

সবা:স:জু- ৩৬৫/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের