তারিখ লোড হচ্ছে...

প্রবাসীদের ‘কামলা’ বলার প্রতিবাদে মানববন্ধন: প্রকৌশলীকে বদলী

খান আহম্মেদ হৃদয় পাশা, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ 

‎সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীদের নিয়ে কটুক্তি করা সড়ক ও জনপদ অধিদপ্তরের উপ প্রকৌশলী আনিছুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎শুক্রবার বিকালে উপজেলার বড়চওনা বাজারে রেমিটেন্স যোদ্ধা ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।

‎জানা যায়, কচুয়া ও বড়চওনা সড়কে নিম্নমানের কাজের প্রতিবাদ করে এক প্রবাসী ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর আনিসুর রহমান রেমিটেন্স যোদ্ধাদের কামলা বলে ও সাংবাদিকদের কটুক্তি করেন। এরই প্রেক্ষিতে ফুঁসে উঠে প্রবাসীরা এবং এলাকাবাসী । সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় বয়ে যায়।  অবস্থা বেগতিক দেখে সড়ক ও জনপদ কর্তৃপক্ষ প্রথমে আনিসুর রহমানকে শোকজ ও  পরবর্তীতে সিরাজগঞ্জ বদলি করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সিকদার মোঃ সবুর রেজা, রোপন খান, ইউপি সদস্য আশরাফ, ইউপি সদস্য মিজান, মেহেদী হোসেন, মোতালেব, মামুন প্রমুখ। এছাড়াও মানববন্ধনে বক্তারা প্রকৌশলী আনিসুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি ও কচুয়া বড়চওনা সড়কের উন্নয়ন কাজ যথাযথভাবে করার দাবি জানান।

গাজীপুরের মাজুখানে ২ বোনের টিকটকের আড়ালে জম জমাট মাদক ব্যবসা

 

মোসাঃ রাহিমা আক্তার মুক্তাঃ

গাজীপুর মহানগর পূবাইল থানাধীন মাজু খানে একই পরিবারের ২ জন আপন বোন মোবাইলে টিকটকের আড়ালে চালিয়ে যাচ্ছে জম জমাট মাদক ব্যবসা। বড় বোন বৃষ্টি মাদকের বড় ডিলার তার সহযোগী হিসাবে ছোট বোন ফাতেমা আক্তার দীপা মাদক ক্রয় বিক্রয় করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের সুন্দর চেহারার আড়ালে এই ঘৃণ মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাদের দুই বোনের নামে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। আর তাদের সাথে মাদকের বিভিন্ন চালান সংগ্রহ করে এবং মাদক পৌঁছনোর কাজ করে ফাতেমার স্বামী সোহেল আরমান ওরফে চাইনা সোহেল। একই পরিবারের সবাই মাদক ব্যবসার সাথে জড়িত। মাদক ব্যবসায়ী দুই বোন গাজীপুরর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন মরকুন কবরস্থান এলাকার মৃত-দেলোয়ার হোসেনের মেয়ে। এদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে এলাকাবাসী। এ বিষয়ে মাদক ব্যবসায়ী ফাতেমা আক্তার দিপার মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননী। ( চলবে)

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম