তারিখ লোড হচ্ছে...

তুরস্কে এ পর্যন্ত ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল

অনলাইন ডেস্কঃ

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত এই দুই দেশে মোট ২৪ হাজার ১৬৫’রও বেশি মানুষের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারীরা।

তুরস্কের এ পর্যন্ত ২০ হাজার ৬৬৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর সিরিয়ায় উদ্ধার হয়েছে সাড়ে তিন সহস্রাধিক মরদেহ। এছাড়া দক্ষিণ তুরস্কের ভূমিকম্পন এলাকা থেকে ৯৩ হাজার ক্ষতিগ্রস্ত সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও ত্রাণ তৎপরতায় দেশটিতে এক লাখ ৬৬ হাজার মানুষ নিয়োজিত আছে। উদ্ধারকারীরা ২৪ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। খবর আলজাজিরা।

এদিকে, জাতিসংঘ সতর্ক করেছে, ভূমিকম্পের পর জরুরি ভিত্তিতে দেশ দুটির অন্তত আট লাখ ৭০ হাজার মানুষের খাদ্য সহায়তা প্রয়োজন। ভূমিকম্প শুধু সিরিয়াতেই ৫৩ লাখ মানুষকে গৃহহীন করে ফেলেছে।

অন্যদিকে, দাতব্য সংস্থাগুলো বলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, বিশেষ করে সিরিয়ায়। অনুসন্ধান ও উদ্ধারকারীরা ধসে পড়া হাজার হাজার ভবনের ধ্বংসস্তূপের মধ্যে কাজ চালিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, গত সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার।

নিউ ইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা

নিউ ইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক:

মৃত্যুর আগ পর্যন্ত সাহসিকতার সঙ্গে নিজের দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দাদের কাছে বীরের সম্মান পাচ্ছেন নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম (৩৬)। নিউইয়র্কের রাজধানী নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস দিদারুলের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) এক সংবাদ সম্মেলনে এরিক অ্যাডামস বলেছেন তিনি এই শহরকে ভালবাসতেন এবং আমরা জানতে পেরেছি যে তিনি বিশ্বাসী ছিলেন ঈশ্বরের প্রতি অনুগত ছিলেন এবং ধর্মনিষ্ঠ জীবনযাপন করতেন।

তিনিই আমলে এই শহরকে সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব করেছেন। তিনি ছিলেন একজন সত্যিকারের নিউইয়র্কার এমন একজন নিউইয়র্কার যিনি সততা ও দায়িত্বের সঙ্গে নিজের পেশাগত কর্তব্য পালনের পাশাপাশি হৃদয় দিয়ে এই শহরকে ভালবাসতেন। আমি তার পরিবারের সঙ্গে গতকাল (সোমবার) রাতেই দেখা করেছি এবং বলেছি যে তিনি একজন বীর ছিলেন এবং আমরা তাকে নিয়ে গর্বিত।

গতকাল সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের ম্যানহাটানে একটি বহুতল ভবনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন শেন ডেভন তামুরা নামের ২৭ বছর বয়সী এক যুবক। সে সময় নিজ দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন নিউইয়র্ক পুলিশের কর্মকর্তা দিদারুল ইসলাম। এছাড়া আরও ৩ জন নিহত হয়েছেন। ওই যুবককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাথমিকভাবে জানা গেছে যে শেন তামুরা মানসিকভাবে অসুস্থ।

নিউইয়র্ক পুলিশও দিদারুলের প্রশংসা করে বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে দিদারুল ইসলাম পুলিশ বিভাগকে তার সেরা পারফরম্যান্স দিয়েছেন। নিউইয়র্কের বাসিন্দাদের বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তার মৃত্যু আমাদেরকে শোকস্তব্ধ করে দিয়েছে। আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং তার উত্তরাধিকারকে আমরা সবসময় সম্মান জানাব। দিদারুল ইসলাম নিউইয়র্কের ব্রঙ্কসে ৪৭ নম্বর প্রিসিংক্ট এলাকার পুলিশ কর্মকর্তা ছিলেন। ২০২১ সালে তিনি নিউইয়র্ক পুলিশে যোগ দেন। দিদারুল ইসলাম বিবাহিত ছিলেন। নিউইয়র্ক সিটি পুলিশের কমিশনার জেসিকা টিস্চ জানিয়েছেন দিদারুল ও তার স্ত্রীর দুই ছেলে আছে এবং এই দম্পতি তাদের তৃতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন। দিদারুলের স্ত্রী আট মাসের গর্ভবতী।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম