তারিখ লোড হচ্ছে...

নতুন রাষ্ট্রপতি হবেন মোঃ সাহাবুদ্দিন

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আওয়ামী লীগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে মোঃ সাহাবুদ্দিন কে মনোনয়ন প্রদান করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির প্রধান বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ হাসিনা এই মনোনয়ন চূড়ান্ত করেছেন। তিনি পেশায় একজন আইনজীবী এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য। তিনি ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি ইতিপূর্বে জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৭১ সালে পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে বিসিএস (বিচার) বিভাগে যোগদান করেন এবং ১৯৯৫ সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে নির্বাচিত হন। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালের সাধারণ নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি-জামাত জোটের নেতা কর্মীর দ্বারা সংঘটিত হত্যা, ধর্ষণ ও লুণ্ঠন এবং মানবতা বিরোধী কর্মকাণ্ডের অনুসন্ধানে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছাত্র জীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং ১৯৭৪ সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে সংঘটিত জাতির পিতা বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর কারা বরণ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্যক্তিগত জীবনে এক পুত্র সন্তানের পিতা এবং তার স্ত্রী প্রফেসর ড, রেবেকা সুলতানা সরকারের সাবেক যুগ্ম সচিব ছিলেন।

বিআরটি প্রকল্পের বাস সার্ভিস উদ্বোধন

স্টাফ রিপোর্টার: 

গাজীপুরের শিববাড়ীতে শুরু হলো বহু প্রতীক্ষিত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের পরীক্ষামূলক বাস সার্ভিস। বিজয় দিবসের প্রাক্কালে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) ১০টি বাস দিয়ে এই সেবা চালু করা হয়, যা রাজধানী ঢাকার সাথে গাজীপুরবাসীর যাতায়াত সুবিধা অনেকাংশে বৃদ্ধি করবে। 

এদিন সকাল ৮টায় গাজীপুরের শিববাড়ী থেকে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক। এছাড়াও বিআরটিসির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম, বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, বিআরটি প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, তবে জনগণের যাতায়াতের সুবিধা দিতে আমরা এটি চালু করেছি। প্রকল্পটি দীর্ঘসূত্রিতার শিকার হয়েছে এবং কাজের ক্ষেত্রে অনেক বাধা এসেছে। তবে আমরা ১০টি বাস দিয়ে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করেছি। বাকি কাজগুলো পর্যায়ক্রমে শেষ হবে।

তিনি আরো বলেন, বিআরটি প্রকল্পে ৪ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে। তবে এটি দীর্ঘদিন কোনো কার্যকরী সুবিধা দিতে পারেনি।

বিআরটি প্রকল্পের আওতায় শিববাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত দুটি রুটে বাস চলাচল করবে। শিববাড়ী থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা, বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্তও ভাড়া ৭০ টাকা। পুরো যাত্রার জন্য শিববাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা হবে।

এছাড়া, সড়ক পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিআরটি লেন দিয়ে শুধু বাস চলাচল করার কথা থাকলেও, এই মুহূর্তে কার ও মাইক্রোবাসও বিআরটি লেনে চলাচল করবে, যাতে সাধারণ লেনগুলোর ওপর চাপ কমে।

বিআরটি প্রকল্পের কাজ ২০১১ সালে শুরু হয়েছিল এবং এটি ছিল একটি আধুনিক পরিবহন ব্যবস্থা চালু করার লক্ষ্যে একটি উচ্চাভিলাষী প্রকল্প। তবে নানা কারণে প্রকল্পটি এক যুগ ধরে সম্পন্ন হয়নি।

বর্তমানে, বিআরটি প্রকল্পে শীতাতপনিয়ন্ত্রিত ১০টি বাস চলাচল শুরু হলেও, প্রকল্পের বাকি কাজগুলো ধীরে ধীরে বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে।

 

সবা:স:জু- ৩৫৫/২৪

language Change
সংবাদ শিরোনাম