বিকেএসপি পাবলিক এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

 

আমিনুল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় বিকেএসপি পাবলিক এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের এ্যাথলেটিকস মাঠে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে বিকেএসপির মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মোঃ ফুয়াদ,পিএসসি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেগম আসমা সিদ্দিকা।
প্রধান অতিথির স্বাগত বক্তব্যে বলেন স্কুলটি ভবিষ্যত প্রজন্মের দিক বিবেচনা করে আরো উন্নতি ও সুনাম বয়ে আনতে হবে, দেশ ও জাতির কাছে উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেদের তুলে ধরতে হবে,সেই সাথে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনতে হবে।

পরে স্বাগত বক্তব্য শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের খেলায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, বিকেএসপির মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মোঃ ফুয়াদ,পিএসসি এবং বিশেষ অথিতি বেগম আসমা সিদ্দিকা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মোঃ কামরুল হাসান,পিএসসি (অবঃ)।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিকেএসপি পাবলিক স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক, শিক্ষীকা ও শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ।
পরিশেষে অনুষ্ঠানের সভাপতির সমাপনি বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

পদত্যাগ করলেন ফুটবল কোচ

ডেস্ক রিপোর্ট:

দলের ধারাবাহিক ব্যর্থতার মুখে ভারতের ফুটবল কোচের পদে বদলের গুঞ্জন ছিল। স্প্যানিশ কোচ মানোলো মার্কেজের বিদায়ঘণ্টা বেজে গেছে অবশেষে। হেড কোচের বিদায়ের খবরে সিলমোহর দিলো সর্বভারতীয় ফুটবল সংস্থা (এআইএফএফ)।

ভারতের ফুটবল দলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন মানোলো। সর্বভারতীয় ফুটবল সংস্থার সহ-সচিব কে সত্যানারায়ণ সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, ‘এআইএফএফ ও মানোলো যৌথ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছেন। নতুন কোচের বিজ্ঞাপন খুব তাড়াতাড়ি দেওয়া হবে।’

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, এআইএফএফ যতই যৌথ আলোচনার কথা বলুন না কেন, মানোলোকে নিয়ে খুশি ছিলেন না কেউ। জানা গিয়েছে, ফুটবলাররাও আপত্তি জানিয়েছিলেন। তার খেলানোর ধরন কাজে লাগছিল না। ভারতীয় দলের পাশাপাশি আইএসএলে এফসি গোয়ারও কোচ ছিলেন মানোলো। ফলে তিনি কোন দলকে বেশি গুরুত্ব দিচ্ছেন, সেই প্রশ্নও উঠছিল। হংকংয়ের কাছে হারের পরই পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছিলেন মানোলো। অবশেষে তা মেনে নিলো ফেডারেশন।

ইগার স্টিমাচ ভারতের কোচের পদ ছাড়ার পর মানোলোকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার কোচিংয়ে মোট আট ম্যাচ খেলেছে ভারত। মাত্র একটা জিতেছে। সেটাও মালদ্বীপের বিরুদ্ধে একটা প্রীতি ম্যাচ। ২০২৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ড্র করেছে ভারত। এমনকি, হংকংয়ের কাছেও হারতে হয়েছে সুনীল ছেত্রীদের। এশিয়ান কাপে ভারত যোগ্যতা অর্জন করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে সরিয়ে দেওয়া হল কোচকে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের