আমিনুল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় বিকেএসপি পাবলিক এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের এ্যাথলেটিকস মাঠে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে বিকেএসপির মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মোঃ ফুয়াদ,পিএসসি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেগম আসমা সিদ্দিকা।
প্রধান অতিথির স্বাগত বক্তব্যে বলেন স্কুলটি ভবিষ্যত প্রজন্মের দিক বিবেচনা করে আরো উন্নতি ও সুনাম বয়ে আনতে হবে, দেশ ও জাতির কাছে উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেদের তুলে ধরতে হবে,সেই সাথে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনতে হবে।
পরে স্বাগত বক্তব্য শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের খেলায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, বিকেএসপির মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মোঃ ফুয়াদ,পিএসসি এবং বিশেষ অথিতি বেগম আসমা সিদ্দিকা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মোঃ কামরুল হাসান,পিএসসি (অবঃ)।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিকেএসপি পাবলিক স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক, শিক্ষীকা ও শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ।
পরিশেষে অনুষ্ঠানের সভাপতির সমাপনি বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.