টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ০৩ জনকে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ

মোসাঃহাফসা আক্তারঃ

গত ১২ ই ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে বিশেষ অভিযান ও মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল সাকিনস্থ সাতাইশ রোড সুখিনগর আলী নেতার বাড়ীর সামনে কতিপয় দুস্কৃতিকারী ধারালো অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া ডাকাতির জন্য সমাবেত হইয়া ডাকাতির প্রস্তুতি নিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ ) মোঃ মাহবুব উজ-জামান এর নির্দেশ টঙ্গী পশ্চিম থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম এর নেতৃত্বে চৌকস পুলিশ অফিসার এসআই(নিঃ)মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ আসামী ১। রাজ (২৪), পিতা-শাহ আলম, মাতা-আলেয়া, স্থায়ী গ্রাম-খরতৈল ব্যাংকপাড়া (ছাপড়া মসজিদের পাশে), উপজেল/থানা-টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর, গাজীপুর, ২। মোঃ মিজান (১৯), পিতা-মৃত গাজী সুলতান, মাতা-সাবিনা বেগম, স্থায়ী গ্রাম-কলাপাড়া, উপজেলা/থানা-নকলা, জেলা-শেরপুর, বর্তমান গ্রাম-আমতলী বস্তি, রুমান মিয়ার বাসা, উপজেলা/থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর, ৩। রবিন (১৮), পিতা-শাহজাহান, মাতা-রুবি, স্থায়ী গ্রাম-জোহাতলা (হাবুলের বাড়ী), উপজেলা/থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর, বর্তমান গ্রাম-গাজীপুরা, সুমন মার্কেট, উপজেলা/থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর আটক করে। আসামীদের নিকট হইতে ০১ টি সুইচ গিয়ার (চাকু), ০২ টি স্টীলের চাপাতি উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামী সহ পলাতক আসামীদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানার নিয়মিত মামলা নং-০৬, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম বলেন, আসামীদের বিরুদ্ধে মামলা হয়ে এবং পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আমার থানা এলাকায় প্রতিনিয়ত মাদক,চুরি,ছিনতাই,ডাকাতি সহ সকল অপরাধ মূলক কর্ম কান্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট:

সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে কর্মচারীরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কয়েক শতাধিক কর্মচারীরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে কর্মচারীরা।

কর্মচারীরা জানান, আমরা কর্তৃপক্ষের কাছে পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এছাড়া যে সব কর্মচারীরা কোভিড, ডেঙ্গু, রানা প্লাজার ধস ও বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে কাজ করেছে তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি। একই সঙ্গে প্রতি মাসের বেতন ৫ তারিখের মধ্যে প্রদানসহ কর্মচারীদের আত্মীয়-স্বজনদের চিকিৎসার খরচ ৫০ শতাংশ ছাড় দেওয়ার দাবি জানানো হয়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারী স্মৃতি বলেন, আমাদের দাবি নিয়ে আমরা এর আগেও কর্মবিরতি পালন করেছি। সেসময় জুলাই মাসে মেনে নেওয়ার কথা ছিল। কিন্তু সেগুলো মেনে নেয়নি। আমাদের বেতন বৃদ্ধি করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক শামস মোহাম্মদ এনাম বলেন, আমরা কর্মচারীদের সঙ্গে দেখা করেছি। তাদের যুক্তির দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজারের বেশি আবেদন সতর্ক মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের