মোসাঃহাফসা আক্তারঃ
গত ১২ ই ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে বিশেষ অভিযান ও মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল সাকিনস্থ সাতাইশ রোড সুখিনগর আলী নেতার বাড়ীর সামনে কতিপয় দুস্কৃতিকারী ধারালো অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া ডাকাতির জন্য সমাবেত হইয়া ডাকাতির প্রস্তুতি নিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ ) মোঃ মাহবুব উজ-জামান এর নির্দেশ টঙ্গী পশ্চিম থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম এর নেতৃত্বে চৌকস পুলিশ অফিসার এসআই(নিঃ)মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ আসামী ১। রাজ (২৪), পিতা-শাহ আলম, মাতা-আলেয়া, স্থায়ী গ্রাম-খরতৈল ব্যাংকপাড়া (ছাপড়া মসজিদের পাশে), উপজেল/থানা-টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর, গাজীপুর, ২। মোঃ মিজান (১৯), পিতা-মৃত গাজী সুলতান, মাতা-সাবিনা বেগম, স্থায়ী গ্রাম-কলাপাড়া, উপজেলা/থানা-নকলা, জেলা-শেরপুর, বর্তমান গ্রাম-আমতলী বস্তি, রুমান মিয়ার বাসা, উপজেলা/থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর, ৩। রবিন (১৮), পিতা-শাহজাহান, মাতা-রুবি, স্থায়ী গ্রাম-জোহাতলা (হাবুলের বাড়ী), উপজেলা/থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর, বর্তমান গ্রাম-গাজীপুরা, সুমন মার্কেট, উপজেলা/থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর আটক করে। আসামীদের নিকট হইতে ০১ টি সুইচ গিয়ার (চাকু), ০২ টি স্টীলের চাপাতি উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামী সহ পলাতক আসামীদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানার নিয়মিত মামলা নং-০৬, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম বলেন, আসামীদের বিরুদ্ধে মামলা হয়ে এবং পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আমার থানা এলাকায় প্রতিনিয়ত মাদক,চুরি,ছিনতাই,ডাকাতি সহ সকল অপরাধ মূলক কর্ম কান্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.