মোঃ হাচান আল মামুনঃ
খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা দীঘিনালা। অথচ এ উপজেলার ব্যস্ততম কেন্দ্র বোয়ালখালী নতুন বাজারে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নেই কোনো নির্দিষ্ট স্টেশন বা পার্কিং এলাকা। নেই কোন সিরিয়াল যে যখন ইচ্ছে ছুটে বেড়াচ্ছে এতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে চরম যানজট ও জনদুর্ভোগ। উপজেলায় প্রায় ৩ হাজারের বেশি এই ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে ।
বোয়ালখালী নতুন বাজার, যা দীঘিনালার প্রধান বাণিজ্যকেন্দ্র, সকাল থেকে রাত পর্যন্ত অটোরিকশার দখলে থাকে ফুটপাত ও রাস্তার দুই পাশ। নির্দিষ্ট যাত্রীছাউনি না থাকায় যাত্রীরাও ভোগে নানা দুর্ভোগে। বাজার এলাকার ফুটপাত দখল করে যত্রতত্র পার্কিং করায় হাঁটাচলায় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে সাধারণ মানুষের।
বাজার এলাকায় প্রতিদিনই যাতায়াত করে স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী ও চাকরিজীবী। অটো রিকশার বিশৃঙ্খল চলাচলের কারণে তাদের প্রায় সময়ই পড়তে হয় দীর্ঘ যানজটে। নির্দিষ্ট সিরিয়াল না থাকায় চালকেরা যাত্রী পেলেই যেদিকে পারেন সেদিকেই ছুটে যান, ফলে তৈরি হয় আরও বিশৃঙ্খলা। এই অটো গাড়িগুলো চালাতে লাগছেনা কোন লাইসেন্স কিংবা প্রশিক্ষণ।।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অচিরেই অটোরিকশা নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে নির্দিষ্ট পার্কিং জোন তৈরি এবং বাজার এলাকায় শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বোয়ালখালী বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি আলমগীর হোসেন বলেন, অটোরিকশার নির্দিষ্ট পার্কিংয়ের বিষয়টি আমরা আলোচনা করেছি। জায়গার স্বল্পতার কারণে এখনো বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে বাজারের শৃঙ্খলা বজায় রাখতে খুব শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান বলেন, স্কুলের কাজে বাজার দিয়ে নিয়মিত চলাচল করতে হয়। কিন্তু প্রায়ই যানজটে আটকে গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হয়। নির্দিষ্ট স্টেশন ও সিরিয়াল থাকলে উপজেলার মানুষ উপকৃত হবে।
অটোরিকশা চালক রুহুল আমিন রাকিব বলেন, আমরাও চাই একটি নির্দিষ্ট স্টেশন ও সঠিক নিয়মকানুন থাকুক। এতে যাত্রীও সুবিধা পাবে, আমরাও নিয়ন্ত্রণের মধ্যে থেকে চলতে পারব। আরেক চালক আল আমিন বলেন, সিরিয়াল মেনে চলাচল করলে দুর্ঘটনা ও যানজট উভয়ই কমে যাবে।
শান্তি পরিবহনের চালক লোকমান হোসেন বলেন, লংদুর মাইনে থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রার সময় বোয়ালখালী বাজারেই সবচেয়ে বেশি সময় নষ্ট হয়। বিশেষ করে শনিবারে দীর্ঘ অটোরিকশা জটের কারণে নির্ধারিত সময়ে কাউন্টারে পৌঁছানো যায় না।
স্থানীয়দের দাবির প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগই পারে বোয়ালখালী বাজারকে যানজটমুক্ত করে স্বস্তি ফিরিয়ে আনতে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত