আলাউদ্দিন কবিরঃ
রংপুর সদর উপজেলার চন্দনপাট, মমিনপুর এবং পার্শ্ববর্তী উপজেলা বদরগনজের গোপালপুর ইউনিয়নের কিছু অংশ নিয়ে অবস্থান ভিআইপি শাহাদাৎ পোল্ট্রি খামারের। খামারটি বেশ পুরাতন, এলাকার অনেক লোকজনের কর্মসংস্থান করেছে এই প্রতিষ্ঠান।
তবে কারখানার নিঃষ্কাষিত বিষাক্ত বর্জ্য শোধনের বিকল্প কোন ব্যাবস্থা নেই।খোলা আকাশের নীচে যত্রতত্র ফেলে দেয়া এই পোল্ট্রি বর্জ্যের দুর্গন্ধ এবং সৃষ্ট মাছির উপদ্রুত এতেটাই প্রকট যে এলাকায় বসবাসকারী লোকজনকে খাবার খেতে হয় মশারির নীচে বসে। হোটেল রেস্তোরাগুলোতে বসার কোন পরিবেশ নেই। আত্নীয় -স্বজন এই এলাকায় বেড়াতে আসলে পরিস্থিতি দেখে আপ্যায়ন গ্রহণ করে না।
পার্শ্ববর্তী শিবপুর কূঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, শিশুরা মাছির যন্ত্রণায় শ্রেণীকক্ষে ঠিকমত বসে থাকতে পারেনা। দুপুরে খাবার খেতে পারেনা। বর্ষা মৌসুমে দুর্গন্ধ আরো তীব্র হয়। উপস্থিত শিক্ষকদেরও এক'ই অভিযোগ।
বিষয়টি নিয়ে উক্ত প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ভিআইপি শাহাদাৎ হোসেন ইতিপূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিকল্প ব্যাবস্থা গ্রহণ করে সমস্যার সমাধান করবেন এবং নিয়মিত কীটনাশক ছিটাবেন। প্রতিশ্রুতি রক্ষা করেনি।
পরিবেশ অধিদপ্তর রংপুরের জেলা কর্মকর্তা মোঃ নূর আলম বলেন, আমরা প্রতিষ্ঠানটি পর্যবেক্ষণ করে উক্ত খামারের স্বত্বাধিকারী ভিআইপি শাহাদাৎ হোসেনকে নোটিস করছি।
খামার কর্তৃপক্ষ যথাযথ কার্যকর ভূমিকা রাখেনি। বিধায় আমরা অধিদপ্তরকে লিখিতভাবে অবগত করি। অধিদপ্তর থেকে নির্দেশনা আসলেই আমরা কার্যকর ভূমিকা গ্রহণ করবো।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত