মো: মাসুদ রানাঃ
দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকরা চার দফা দাবিতে ১লা ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। সারাদেশের মাধ্যমিক বিদ্যালয় গুলোর ন্যায় খাগড়াছড়ির রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতির কারণে স্থগিত হয়েছে বিদ্যালয়ের চলমান বার্ষিক পরীক্ষা।
শিক্ষক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকেই বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা স্থগিতের নোটিশ দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরাও কর্মবিরতিতে যোগ দিয়ে বার্ষিক পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে নোটিশ জারি করেছেন। জেলার কোনো সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানেই বর্তমানে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে পরিচালিত এ কর্মসূচির নেতারা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় যদি চার দফা দাবির বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখাসহ প্রতিশ্রুতি দেয়, তাহলে তাঁরা কর্মবিরতি প্রত্যাহারের কথা বিবেচনা করবেন। দাবি মেনে নিলে সপ্তাহের ছুটির দিন শুক্র ও শনিবারে ও পরীক্ষা নেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলেও জানান তাঁরা। তবে দাবি আদায় না হলে কর্মবিরতি অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।
এদিকে পরীক্ষায় হঠাৎ স্থবিরতা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে অস্বস্তি বাড়ছে। তাদের অভিযোগ, বছরের শেষ সময়ে পরীক্ষা বন্ধ রেখে আন্দোলন করা যুক্তিসঙ্গত হয়নি। পরীক্ষা শেষ করেই আন্দোলন চালানো যেত বলে মনে করছেন অনেক অভিভাবক।
এ বিষয়ে জানতে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অহিদুর রহমান নুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত