নিজস্ব প্রতিবেদকঃ
বিমান বাহিনীর ঢাকার সদর দপ্তরের এক সিপাহীর ১ কোটি ৩১ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক। তাদের অনুসন্ধানে এই পরিমাণ সম্পদের কোনো বৈধ উৎস নেই; যা দুদক আইন অনুযায়ী অবৈধ সম্পদ। বিমানের ওই সিপাহীর নাম মো. লিটন হোসেন শেখ। তিনি বিমান বাহিনীর ঢাকার সদর দপ্তরের ১ নম্বর প্রহরী ও নিরাপত্তা ইউনিটের সিপাহী।
কমিশন তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন বাদী হয়ে শিগগির কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
দুদকের অনুসন্ধানে জানা গেছে, লিটন হোসেন শেখ গত বছরের ৬ নভেম্বর দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে উল্লেখ করেন- তার মালিকানায় ১ কোটি ১৪ লাখ টাকার সম্পদ রয়েছে। সম্পদ বিবরণী যাচাই করে তার নামে ১ কোটি ৪৫ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ পায় দুদক। এই হিসাব অনুযায়ী তিনি ৩১ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(২) ধারা লঙ্ঘন করেছেন।
দুদক সূত্র জানায়, সম্পদ বিবরণী যাচাইকালে লিটন শেখের নামে মোট ১ কোটি ৪৫ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে ৩৪ লাখ ২৪ হাজার টাকার বৈধ ও গ্রহণযোগ্য সম্পদ পাওয়া যায়। পারিবারিক ব্যয় ১৯ কোটি ৬৪ লাখ টাকার। তবে হিসাবগুলো পরীক্ষা-নিরীক্ষা করে তার ভোগ-দখলে থাকা ১ কোটি ৩১ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায়। ঘুষ, দুর্নীতির মাধ্যমে ওই পরিমাণ সম্পদ অর্জন করে তিনি দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত