আন্তর্জাতিক ডেস্কঃ
তুরস্কের ভূমিকম্প কবলিত বেশ কয়েকটি এলাকায় অনুষ্ঠিত হয়েছে গায়েবি জানাজা। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর গায়েবি জানাজায় অংশ নেন দেশটির হাজারও মানুষ। খবর রয়টার্সের।
জানা গেছে, ভূমিকম্পে নিহতদের আত্মার শান্তি কামনায় হেতে, আদিয়ামান, দিয়ারবাকির, আদানাসহ আরও কয়েকটি শহরে হয় এ বিশেষ প্রার্থনা। ভূমিকম্পে বহু মসজিদ ক্ষতিগ্রস্ত হওয়ায় মসজিদের সামনের প্রাঙ্গনেই হয় জানাজার নামাজ।কাহরা-মানমারাস শহরে ঝুঁকিপূর্ণ একটি মসজিদ ভবনের সামনে জানাজায় অংশ নেন প্রায় হাজার খানেক মানুষ।
প্রসঙ্গত, তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে এখনও নিখোঁজ বহু মানুষ। পূর্ণ ধর্মীয় রীতি মেনে সম্ভব হয়নি উদ্ধারকৃত হাজার হাজার মরদেহের দাফন। বেশিরভাগেরই ঠাঁই হয়েছে গণকবরে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.