মেঘনা উপজেলা প্রেসক্লাব’র সভাপতির পিতা-মাতার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাহমুদুল হাসান বিপ্লব সিকদারের পিতা-মাতার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মেঘনা প্রেসক্লাবের হলরুমে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা আ.লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল আলম, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুছ সালাম, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, মেঘনা থানা ওসি (তদন্ত) জহিরুল ইসলাম।

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন আকাশ, মানিকার চর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাতেন, চন্দনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দীন মিয়া, মেঘনা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ইসমাইল হোসেন মানিক, সিনিয়র সাংবাদিক আব্দুল মালেক, সিনিয়র সাংবাদিক আলমগীর হোসেন, প্রেসক্লাব সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান রনি, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি মহসিন ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ ইমাম হোসেন, নির্বাহী সদস্য আলাউদ্দিন ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হোসেন, সিনিয়র সাংবাদিক হাসান মাহমুদ মুক্তি, মমিনুল ইসলাম, নাইমুল ইসলাম শহিদ ও নাজিমুদ্দিন ।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব সিকদারের মা ও বাবা ১৭ ঘন্টার ব্যবধানে মৃত্যুবরণ করেন। মাহমুদুল হাসান বিপ্লব সিকদার তার বাবা মায়ের মৃত্যুতে যারা সমবেদনা জানিয়েছেন সকলের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের নিকট দোয়া চেয়েছেন ও ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।

২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩২

ক্রীড়া ডেস্ক॥

মিরপুরে মাত্র ১১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারাল স্বাগতিক বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ার প্লের ছয় ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩২ রান।

এখন ১০ রানে শান্ত ও ১ রানে হৃদয় অপরাজিত রয়েছেন।

ম্যাচের শুরুতে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান টাইগার দলনেতা সাকিব আল হাসান। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সফররত ইংল্যান্ড। তাসকিন আহমেদের করা ইনিংসের তৃতীয় ওভারে ব্যক্তিগত ৬ রানে আউট হন ওপেনার ডেভিড মালান।

আরেক ওপেনার ফিল সল্টের ব্যাট থেকে আসে ২৫ রান। সুবিধা করতে পারেননি দলনেতা জস বাটলারও। ব্যক্তিগত ৫ রানে হাসান মাহমুদের করা বলে বোল্ড হন ইংলিশ দলনেতা জস বাটলার। মেহেদি মিরাজের করা পরের ওভারের শেষ বলে শামীম পাটোয়ারির হাতে ক্যাচ তুলে দেন মঈন আলি। তিনি করেন ১৫ রান।

পঞ্চম উইকেট জুটিতে চাপ সামলে নেওয়ার প্রয়াস চালান বেন ডাকেট ও সাম কুরান। কিন্তু কিছুক্ষণ ক্রিজে অবস্থান করলেও খুব একটা সুবিধা করতে পারছিলেন না কেউই। অতপর মিরাজের করা ইনিংসের ১৫তম ওভারে ব্যক্তিগত ১২ রানে ফেরেন কুরান। একই ওভারে শূন্যরানেই আউট হন ক্রিস ওকস। ডাকেট ২৮, রেহান ১১ রান ও আর্চার শূন্যরানে আউট হন। ১ রানে আদিল রশিদ অপরাজিত থাকেন।

বাংলাদেশের পক্ষে মাত্র ১২ রানের খরচায় সর্বোচ্চ চারটি উইকেট নেন টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ। এছাড়া একটি করে উইকেট নেন চারজন বোলার।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি