স্টাফ রিপোর্টার॥
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শনিবারও শীর্ষে রয়েছে ঢাকা। সকাল সাড়ে আটটায় ৩২৯ স্কোর নিয়ে এক নম্বরে স্থান হয় শহরটির, যা ‘বিপজ্জনক’ বলে ধরা হয়। এর আগে গতকাল শুক্রবারও ‘বিপজ্জনক’ ছিল ঢাকার বায়ু। সেদিন স্কোর ছিল ৩৩৫।
ঢাকার পরে ৩০৯ স্কোর নিয়ে দুই নম্বরে রয়েছে ঘানার শহর আক্রা, সেটিও বিপজ্জনক শ্রেণিতে পড়ে। ২১৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং। আজ দূষিত বায়ুর শহরের এ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২০০।পঞ্চম ভারতের দিল্লি (স্কোর ১৮৮), ষষ্ঠ মুম্বাই (স্কোর ১৮৭)।
এর পরের স্থানগুলোতে রয়েছে চীনের সেনইয়াং, মঙ্গোলিয়ার উলানবাটর, উত্তর মেসিডোনিয়ার কোজে এবং দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন। এবার শীতকালে (ডিসেম্বর ও জানুয়ারি) দূষিত বায়ুর শহরের তালিকায় বেশিরভাগ দিনই ঢাকা শীর্ষে ছিল। এ সময়ে বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’, বিপজ্জনক অবস্থায়। শীত শেষে বসন্তে এসেও খারাপ অবস্থায় পরিবর্তন হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.