সোনারগাঁয়ে এইচ এসসি পরীক্ষার্থী ছাত্রীর উপর হামলা

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পৌরসভার লাহাপাড়া গ্রামে ভাড়াটিয়া বহিরাগত কিশোর গ্যাং এর হামলা। পূর্ব শত্রুতার সূত্রপাত থেকে শুক্রবার (১০সেপ্টেম্বর)সকালে আঃ হাই এর বাড়ীতে জোর পূর্বক অতর্কিত হামলা চালিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আবুল বাশার পূর্ব পরিকল্পিত ভাবে আহ হাই এর বাড়ীতে ভাংচুর ও লুটপাট করার কথা জানিয়েছেন ভুক্তভোগী।

দেশীয় অস্ত্র নিয়ে হানা দেয় রায়হান গং নামে ১৫/২০ কিশোর গ্যাং বলে জানান আহত আঃহাই। নগদ ১ লাখ টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে যায়। মৌমনি নামে কলেজ পড়ুয়া এক এইচ এসসি পরীক্ষার্থী ঘরে একা পেয়ে মাথায় আঘাত করে তার আতৎ চিৎকারের মৌ মনির পিতা এগিয়ে আসলে তাকেও মারপিট করে এবং ধারালো অস্ত্র দিয়ে হাতে আঘাত করে বলে জানা যায়।

আহতদের আত্মীয় স্বজনরা ও এলাকা বাসী নিরুপায় হয়ে ৯৯৯ নম্বর ফোন দিলে হামলাকারীরা চলে যায়। আবুল বাশার, তাছলিমা,রায়হান গং এরা শাসিয়ে যায় কোন প্রকার আইনের আশ্রয় নিলে কলেজ পড়ুয়া মেয়েকে তুলে নিয়ে যাওয়ার তার ছেলেকে ও প্রাণ নাশের হুমকি প্রদান করেন।

৯৯৯ কলের পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন এবং আহত পরিবারকে আইনের সহায়তা প্রদান করা হবে বলে আশ্বস্ত করেন। পরিস্থিতি সম্পূর্ণভাবে শান্ত রয়েছে। আহত পরিবারের লোকজন আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী আঃহাই।

দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু,মাইলস্টোন ট্র্যাজেডিতে

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় একের পর এক দুঃসংবাদ পাচ্ছেন দগ্ধদের স্বজনরা। আজ সকালে দগ্ধ আরেক শিক্ষার্থী জারিফের (১৩) মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছে ৩৪ জন।

জারিফের মরদেহ এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি বলে জানা গেছে।

গত ২১ জুলাই দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আছড়ে পড়ে বিমানবাহিনীর যুদ্ধবিমান। এর আগে দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে বিমানবাহিনীর ঘাঁটি এ কে খন্দকার থেকে যুদ্ধবিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকীর ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তার সে চেষ্টা সফল হয়নি, বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা স্কুল ভবনে বিধ্বস্ত হয়।

মাইলস্টোন ট্র্যাজেডি, দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু
হাসপাতালের জেনারেটর গেল প্রকল্পে, বিতর্কে কর্মকর্তারা
ঘটনার পরপরই সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নিয়ে হতাহতদের দ্রুত কাছের কয়েকটি হাসপাতালে নেন। গতকাল পর্যন্ত এ দুর্ঘটনায় বিমানটির পাইলটসহ ৩৩ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছিলেন দেড় শতাধিক শিশুশিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। হতাহতের অধিকাংশই শিশুশিক্ষার্থী। এখনো রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫০ জন।

আহতদের চিকিৎসায় চীন, ভারত ও সিঙ্গাপুরের মেডিকেল দল বাংলাদেশে এসেছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে আহদের চিকিৎসাসেবা দিচ্ছেন তারা।

যুদ্ধবিমান বিধ্বস্তের এ ঘটনায় ওইদিনই উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। যে কমিটি দুর্ঘটনার কারণ খুঁজে বের করে প্রতিবেদন তৈরি কবে। এদিকে সরকার জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উন্নত করতে এবং বিমান-সম্পর্কিত দুর্যোগ শূন্যে নামিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন