সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১

অনিলাইন ডেস্কঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডের অক্সিজেন কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার এক পরিচালককে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ। গ্রেপ্তারকৃত পরিচালকের নাম পারভেজ উদ্দিন।

মঙ্গলবার (১৪ মার্চ) রাতে নগরীর জিইসি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম শিল্প পুলিশের এসআই খালেদ সীমা এ তথ‌্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

উল্লেখ্য, গত ৪ মার্চ সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। এতে ৭ জন নিহত ও কমপক্ষে ২৩ জন আহত হন।

সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি

সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি

ডেস্ক রিপোর্টঃ ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২১ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী আইন ও বিধিসংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নির্বাচনী পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে ইসি বলেন, ‘আমাদেরও একটি কর্মপরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী কার্যক্রম চলছে।’

তিনি বলেন, নির্বাচন ইস্যুতে সময় এলেই সরকারের সঙ্গে আলোচনা হবে। সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়।’ সরকারের সহযোগিতার কথা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়। সরকারের সঙ্গে ফরমাল ও ইনফরমাল আলোচনা চলছে।

নির্বাচনের দিনক্ষণ প্রসঙ্গে সিইসি আরও বলেন, নির্বাচনের রোডম্যাপ ও নির্বাচনের তারিখ নির্ধারিত সময় থেকে হয়তো স্বাভাবিকভাবেই কিছু দিন এগোতে বা পেছাতে পারে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম