নিজস্ব প্রতিবেদকঃ
এ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল রিপোর্টার্স (এপিআর) নামে নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ইফতারপূর্ব এক আলোচনা সভা শেষে নতুন কমিটি ঘোষণা হয়। উপস্থিত সবার সম্মতিক্রমে আংশিক নতুন কমিটিতে বিভিন্ন পদে মনোনীতরা হলেন- সভাপতি ইউসুফ আলী (মাই টিভি), সহ-সভাপতি জাহিদুল ইসলাম রনি (সংবাদ প্রতিদিন), সাধারণ সম্পাদক মুহিবুল্লাহ মুহিব (বাংলা ভিশন), সাংগঠনিক সম্পাদক উমর ফারুক (সংবাদ সারাবেলা), অর্থ সম্পাদক জেহাদ চৌধুরী, (দৈনিক সময়), দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মৃধা ( দিনকাল), প্রচার সম্পাদক বোরহান উদ্দিন (ঢাকা মেইল), সাংস্কৃতিক সম্পাদক হুমায়রা ফারুকী (জিটিভি), ক্রীড়া সম্পাদক এম এস নাঈম (ঢাকা টাইমস), এছাড়া কার্য্যনির্বাহী সদস্য সুমন প্রামানিক (নাগরিক সংবাদ) ও জাহিদ রহমান (আরটিভি) মনোনীত হয়েছেন।
এপিআর নামে নতুন এই সংগঠন বিভিন্ন রাজনৈতিক বিটে কর্মরত সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা, পরষ্পরের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি, পেশাগত দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন নতুন কমিটির নেতারা। একইসঙ্গে আগামী মে মাস থেকে সদস্য সংগ্রহ করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.