মেঘনায় ২৫ পিস ইয়াবা সহ আটক ১

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেঘনা উপজেলায় ২৫ পিস ইয়াবা সহ ১ জনকে আটক করেছে মেঘনা থানা পুলিশ।

গতকাল (৩ মে,২০২৩) বুধবার রাত ১১:৩০ ঘটিকার সময় এসআই উজ্জ্বল চন্দ্র সূত্রধর সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নস্থ আলিপুর ঘাট জনৈক আনোয়ার হোসেন’র মুদি দোকানের উত্তর পার্শ্বের রবি টাওয়ার সংলগ্ন কাচা রাস্তা থেকে তাকে আটক করে। মাদক ব্যবসায়ী উপজেলার বিনোদপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে রনি মিয়া (২৩)।

এ ব্যাপারে ওসি মোঃ ছমিউদ্দিন বলেন, আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা প্রক্রিয়াধীন।

গরমে লোডশেডিং নিয়ে সুখবর

স্টাফ রিপোর্টার:

গরম বাড়ছে। সামনে আরও বাড়বে। এতে লোডশেডিং আরও বাড়বে, সঙ্গে ভোগান্তি উঠবে চরমে এমনটাই শঙ্কা মানুষের। তবে এ নিয়ে সুখবর দিলেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, এবারের গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে। আমরা তা সীমিত পর্যায়ে রাখতে চাই। আমাদের প্রজেকশনে আছে ১৮ হাজার মেগাওয়াট। আমরা আশা করছি, অনেকটা ম্যানেজ করতে পারবো।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে ফোরাম ফর এনার্জি রিপোর্টারস বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত জ্বালানি সংকট উত্তরণের পথ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এ আশার বাণী শোনান তিনি।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম