নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন উত্তর পিঙ্গনালীতে জোর করে জমি দখল করেছে দুর্বৃত্তরা।
দীর্ঘ ১৭ বছর যাবত ১২ শতাংশ জমিকে কেন্দ্র করে প্রতিনিয়তই দন্ড লেগেই আছে উত্তর পিঙ্গনালী আব্দর পাড়ার মোঃ আল আমিন বেপারী(৩৮) পিতা-মৃত আব্দুল আজিজ বেপারী সাথে।
উক্ত জমি নিয়ে ২০০৬ সালে মামলা দায়ের করে ছিলো দুর্বৃত্তরা। অতঃপর ২০১০ সালে মামলা খারিজ হয় আল-আমিনের পক্ষে।পরবর্তীতে আপিল করলে তাও কিছুদিনের ভিতর খারিজ হয়ে যায় আল-আমিনের পক্ষে।
মামলায় সুবিধা করতে না পেরে অত্র এলাকার এবং সিরাজদিখান থানা এলাকার কিছু ভাড়াটে গুন্ডাকে সাথে নিয়ে সেই জমি ৭ই মে (রবিবার) সকালে দখল করে নেয় একই এলাকার বাসিন্দা কামাল শেখ, সিরাজ শেখ,রফিকুল শেখ এবং সিরাজদিখান থানাধীন এলাকার বাসিন্দা সোহরাব তালুকদার, খোকা খাঁন,চুন্নু শেখ,রাসেল শেখ সহ অজ্ঞাত ১৬ /১৭ জন।
জমি দখল করে জমিতে লাগানো লাউ গাছ এবং লাউয়ের মাচা ধারালো অস্ত্র দ্বারা কেটে ফেলে।
বাধা প্রদান করতে গেলে আল-আমিন বেপারি কে প্রাণ নাসের হুমকি দেয় কামাল শেখ ও তার গুন্ডা বাহিনী।
পরবর্তীতে সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লৌহজং থানায় একটি অভিযোগ করা হয়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল্লাহ আল-তায়াবীর বলেন - ১২ শতাংশ জমি অন্যায় ভাবে দখলের অভিযোগ এসেছে এবং বিষয়টি আমলে নিয়েছি ঘটনাস্থল তদন্ত করে আইনের স্বপক্ষে পদক্ষেপ গ্রহণ করা হবে।(চলবে)
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.