শরীয়তপুর-চাঁদপুর ফেরীঘাটে ২০ কেজি গাঁজাসহ আটক

শাহীন আহমেদভে, দরগঞ্জ প্রতিনিধিঃ

কুমিল্লা থেকে মাদারীপুরের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে ২০ কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় লিটন মোল্লা নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৫ মে) দুপুর ১২টার দিকে শরীয়তপুরের সখিপুর থানার নরসিংহপুর ফেরিঘাটের ২নং ঘাট থেকে তাকে আটক করা হয়।

লিটন মোল্লা মাদারীপুর জেলার সদর থানার চরনোসনা গ্রামের মৃত মো. জাহিদ মোল্লার ছেলে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, শরীয়তপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের হরিনা ফেরি ঘাট থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা কাকলি ফেরি থেকে লিটন মোল্লাকে ২০ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। একটি মোটরসাইকেলের পেছনে দঁড়ি দিয়ে বেঁধে একটি ব্যাগের ভেতর পাঁচটি পোটলায় ২০ কেজি গাজা নিয়ে সে কুমিল্লার সাশন গাছা এলাকা থেকে মাদারীপুর যাচ্ছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাভিশনের পরিচালক আজিজুল হক আর নেই

স্টাফ রিপোর্টার: 

বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের পরিচালক মো. আজিজুল হক আর নেই। (ইন্নালিল্লাহি…রাজিউন)। রোববার রাতে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৪৭ বছর। বাংলাভিশনের চেয়ারম্যান আবদুল হকের জ্যেষ্ঠ সন্তান তিনি। মৃত্যুকালে আজিজুল হক বাবা-মা, স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, ভাই-বোন ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সবা:স:জু-২৮১/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি