প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় আবু সাঈদ চাঁদ সহ অজ্ঞাতনামা ৪/৫জনের বিরুদ্ধে কিশোরগঞ্জে কোটে মামলা

মোঃ আলমগীর :কিশোরগঞ্জ প্রতিনিধি :

পুটিয়া শিবপুর হাই স্কুল মাঠ রাজশাহীতে বিএনপি সমাবেশ চলাকালীন সময় বিগত ১৯( মে) রোজ: শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।সেই জের হিসেবে আবু সাঈদ চাঁদ কে প্রধান অভিযুক্ত করে অজ্ঞাতনামা ৪/৫ কে অভিযুক্ত করে আজ ২৪ (মে )রোজ :বুধবার সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা শাখার এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম বাদী হয়ে ফৌজদারী আদালতে মামলা দায়ের করেন।ধারা ৫০০/৬০৫(π)/১২০(বি)দ:বি। তার মামলা র প্রেক্ষিতে জানা যায় যে,অভিযুক্ত আবু সাঈদ চাঁদ রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক হিসেবে দায়িত্ববান থাকা অবস্থায় পুঠিয়া শিবপুর হাই স্কুল মাঠে প্রকাশ্য জনসভায় অজ্ঞাতনামা অভিযুক্তদের সহায়তায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।সেই অভিযুক্তদের কুরুচিপূর্ণ প্রকাশ্য বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগে সভানেত্রীর অত্যন্ত মর্যাদা হানিকর এবং বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।অভিযুক্তদের বক্তব্য মামলার বাদী সভানেত্রী শেখ হাসিনার একজন অনুসারী কর্মী এবং কিশোরগঞ্জ জেলার সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক হিসেবে এরকম মানহানিকর কুরুচিপূর্ণ বক্তব্যের তিনি মর্মাহত ও মানসিকভাবে আহত।এ সময় তিনি বলেন এরূপ প্রকাশ্য জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন নেত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ মানহানিকর রাষ্ট্রদ্রোহী বক্তব্য প্রদান করায় একটি শাস্তিযোগ্য অপরাধ বলে দাবি করেন। মামলার বাদী পক্ষের বিজ্ঞ সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট অশোক সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন যে বিজ্ঞ অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউনুস খান বাদীর দায়ের করা মামলাটি আমল গ্রহণ করে। কিশোরগঞ্জ মডেল থানাকে এফ আই আর এর নির্দেশ প্রদান করেন।
কিশোরগঞ্জ বাসি আবু সাঈদ চাঁদের এরকম কুরুচিপূর্ণ মানহানিকর বক্তব্য বলে তার শাস্তি দাবী করে।

প্রাকৃতিক সম্পদ রক্ষায় গাজীপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযান

গাজীপুর প্রতিনিধি।
গাজীপুরের ইজ্জতপুর ও ভবানীপুরে অভিযান চালিয়ে ৬০ কোটি টাকার বনভূমি উদ্ধার। আতর্কিত হামলা আহত ১০। মঙ্গলবার রাজেন্দ্রপুর রেঞ্জের রাজেন্দ্রপুর পূর্ব বিটের কাফিলাতলী এলাকায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর কাফিলাতলী ও ইজ্জতপুর বাজারে বনভূমি দখল করে নির্মিত ১২০টি বাড়িঘর ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। উদ্ধারকৃত বনভূমির বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।

এর আগে সোমবার ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিটের গুচ্ছগ্রাম ও দরগাচালা এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে প্রায় শতাধিক ঘর বাড়ি ও দোকান উচ্ছেদ করে প্রায় ৩হ একর বনভূমি করা হয়। উদ্ধারকৃত বনভূমির বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।

অভিযানে বন বিভাগ, পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের তিন শতাধিক সদস্য অংশ নেন।

এদিকে অভিযানের শেষ দিকে বনভূমি দখলকারীরা ইট-পাথর নিয়ে অতর্কিত হামলা চালান। এ সময় ইউএনওর গাড়ি ও দুটি ভেকুসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিলসহ ১০ জন আহত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ জানান, হামলায় জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। বাকিদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

৫ আগস্টের পর অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে ব্যাপক স্থাপনা নির্মাণ ও আকাশমনি বাগানের গাছ কাটা শুরু হয়। যৌথ বাহিনীর সহযোগিতায় এই অভিযানের আগে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হলেও তারা আমলে নেননি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম