স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মোস্তাকিম রাব্বি (১৮) নামে এক স্কুল ছাত্রের উপর হামলা চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার (২৭ মে,২০২৩) দুপরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকায় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ'-এর সামনে এ ঘটনা ঘটে । এ ঘটনায় সিয়াম ( ২০), শেখ আসাদ (২২), মারুফ (২১) , হৃদয় সহ অজ্ঞাত আরো ৫/৮ জনকে আসামি করে বাদী হয়ে আহত মোস্তাকিম রাব্বি সোনারগাঁ থানায় একটি লিখত অভিযোগ দায়ের করে। পরে শেখ আসাদ নামে একজনকে আটক করে পুলিশ।
এ বিষয়ে সোনারগাঁ থানার এসআই ইমরান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে অন্যদেরকে অতি শীঘ্রই গ্রেফতার করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.