এনামুল,পঞ্চগড়,প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রথম শ্রেণীর এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ জুন) এই ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে দেবীগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। ঘটনাটি ঘটে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব দেবীডুবার ডাঙ্গাপাড়া এলাকায়। অভিযুক্তরা হলেন- একই এলাকার শাহা আলমের ছেলে নয়ন ইসলাম ও আব্দুল বারেকের ছেলে কামাল হোসেন।
মেয়েটির মা বলেন, গত রবিবার (৪ জুন) মেয়েটি তার মা এবং দুই ভাইসহ নানা বাড়িতে বেড়াতে আসেন। বুধবার (৭ মে) বিকালে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এই সময় নয়ন ও কামাল মেয়েটিকে খেলার কথা বলে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে নিয়ে গিয়ে মেয়েটির প্যান্ট খুলে নেয়। পরে কামাল ও নয়ন মেয়েটিকে পর্যায়ক্রমে ধর্ষণ চেষ্টা করে।
মেয়েটি কান্নাকাটি শুরু করলে নয়ন ও কামাল তাকে বিষয়টি বাসায় না জানাতে হুমকি দেয়। এতে মেয়েটি ভয় পেয়ে বাসায় কাউকে ঘটনার দিন কিছু বলেনি। শুক্রবার (৯ জুন) মেয়েটির যৌনাঙ্গে ব্যাথা শুরু হলে তার মাকে পুরো ঘটনা খুলে বলে। ঘটনার বিবরণ শুনে মেয়েকে নিয়ে তার মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।
জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. বনশ্রী রায় প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার করেন।
সদর ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুল আলম এমু বলেন, বিষয়টি শুনে আমি স্বাস্থ্য কমপ্লেক্সে ভুক্তভোগীর সাথে দেখা করেছি। শিশুটি আমাকে ঘটনার বিবরণ জানালে তাৎক্ষণিক আমি বিষয়টি পুলিশকে জানাই।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল হোসেন বলেন, আমরা এজাহার পেয়েছি। আসামীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.