মোসাঃ রাহিমা আক্তার মুক্তাঃ
গাজীপুর মহানগর পূবাইল থানাধীন মাজু খানে একই পরিবারের ২ জন আপন বোন মোবাইলে টিকটকের আড়ালে চালিয়ে যাচ্ছে জম জমাট মাদক ব্যবসা। বড় বোন বৃষ্টি মাদকের বড় ডিলার তার সহযোগী হিসাবে ছোট বোন ফাতেমা আক্তার দীপা মাদক ক্রয় বিক্রয় করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের সুন্দর চেহারার আড়ালে এই ঘৃণ মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাদের দুই বোনের নামে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। আর তাদের সাথে মাদকের বিভিন্ন চালান সংগ্রহ করে এবং মাদক পৌঁছনোর কাজ করে ফাতেমার স্বামী সোহেল আরমান ওরফে চাইনা সোহেল। একই পরিবারের সবাই মাদক ব্যবসার সাথে জড়িত। মাদক ব্যবসায়ী দুই বোন গাজীপুরর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন মরকুন কবরস্থান এলাকার মৃত-দেলোয়ার হোসেনের মেয়ে। এদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে এলাকাবাসী। এ বিষয়ে মাদক ব্যবসায়ী ফাতেমা আক্তার দিপার মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননী। ( চলবে)
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.