প্রকাশিত সংবাদের প্রতিবাদ

দৈনিক আজকরে সংবাদ পত্রিকায় গত ০২ ফব্রেুয়ার’ি২৩ তারিখে শষেরে পাতায় “নৌ-যান শ্রমকি নতো পরচিয়ে বআিইডব্লউিটএিতে পান্না বশ্বিাসরে সন্ত্রাসী র্কমকান্ড অব্যাহত।। দখোর কউে নইে” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদে আমাকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ️ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। উক্ত সংবাদে আমার বরিুদ্ধে পরচিালক ও প্রধান প্রকৌশলীগণকে নাম ধরে ডকেে থাকি বলে উল্লখে করা হয়। কন্তিু কোন পরচিালক বা কোন প্রধান প্রকৌশলী সে সর্ম্পকে কছিু উল্লখে করা হয়ন।ি প্রকৃতপক্ষে এই ধরনরে কোন র্কমকান্ডরে সাথে আমি সম্পৃক্ত নই। বাংলাদশে নৌযান শ্রমকি লীগ এর র্কাযকরী সভাপতি হওয়ায় চাকরীবধিি লঙ্ঘন করার যে কথা বলা হয়ছেে তা সঠকি নয়। সংগঠনটরি নাম বাংলাদশে নৌযান শ্রমকিলীগ হলওে সটেি কোন রাজনতৈকি দলরে সহযোগী সংগঠন নয়। সরকারি নয়িম কানুন অনুসরণ করে বআিইডব্লউিটএিতে যমেন বআিইডব্লউিটএি শ্রমকি র্কমচারী ইউনয়িন করা বধৈ, তমেনি একটি সংগঠন বাংলাদশে নৌযান শ্রমকি লীগ। সংগঠনটি শ্রম অধদিপ্তর র্কতৃক নবিন্ধতি একটি বসেকি ট্রডে ইউনয়িন, যার নং- ২১২৭। আমার চাকুরীজীবনে বআিইডব্লউিটএিতে কোন ধরনরে টন্ডোরবানজ্যি, নয়িোগ, বদলীবানজ্যিরে সাথে কোনভাবইে সম্পৃক্ত নই, সম্পৃক্ত হওয়ার কোন সুযোগও নইে। অঢলে সম্পদরে মালকি বলে যে কথা উল্লখে করা হয়ছেে তা সর্ম্পূণ ভত্তিহিীন। আমার পতিা একজন হাইস্কুলরে অবসরপ্রাপ্ত প্রধান শক্ষিক, আমার মা অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবী, আমার বড় ভাই হাইস্কুলরে সহকারী প্রধান শক্ষিক (র্বতমানে ভারপ্রাপ্ত প্রধান শক্ষিক), আমার বড় ভাইয়রে স্ত্রী মুকসুদপুর উপজলো পরষিদে নর্বিাচতি মহলিা ভাইস-চয়োরম্যান, আমার স্ত্রী ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমকি বদ্যিালয়রে সহকারী শক্ষিকিা। আমাদরে পরবিার যৌথ পরবিার। পারবিারকিভাবে র্পূব হতইে আমি সমাজরে স্বচ্ছল পরবিাররে সন্তান। চাকুরী ক্ষত্রেে আমি কোন ধরনরে অনয়িম বা বআেইনী কাজরে সাথে কখনোই সম্পৃক্ত ছলিামনা এবং এখনো নই। আমার বাসা সর্ম্পকওে মথ্যিা তথ্য সরবরাহ করা হয়ছে।ে আমার স্ত্রী, শ্বাশুড়ী কংিবা বোনরে নামে আমার কোটি কোটি টাকা এফডআির রয়ছেে বলে উল্লখে করা হলওে বাস্তবে এমন কোন ঘটনা নাই। বআিইডব্লউিটএিতে নয়িোগ পাওয়া কতকগুলো র্কমচারীদরে নাম উল্লখে করে আমি জড়য়িে সংবাদে যে কথা উল্লখে করা হয়ছেে তা সর্ম্পূণ ভত্তিহিীন। বআিইডব্লউিটএির নয়িোগ প্রক্রয়িার সাথে বা নয়িোগ কমটিরি সাথে আমি সংশ্লষ্টি নই। নয়িোগ প্রক্রয়িাতে মন্ত্রণালয়রে প্রতনিধিসিহ র্উধ্বতন র্কমর্কতাগন যুক্ত থাকনে সখোনে আমার দ্বারা কোনভাবইে প্রভাব বস্তিার করা সম্ভব নয়, এছাড়া যাদরে নাম উল্লখে করা হয়ছেে তাদরে সবাইকে আমি ঠকিমতো চনিওিনা।

বআিইডব্লউিটএিতে হাজার হাজার নবিন্ধতি ঠকিাদার রয়ছে,ে সখোন থকেে কয়কেজন প্রতষ্ঠিতি ঠকিাদারী প্রতষ্ঠিানরে সাথে আমার নাম জড়য়িে যে সংবাদ প্রকাশ করা হয়ছেে তা সর্ম্পূণ কাল্পনকি, উক্ত ঠকিাদারী প্রতষ্ঠিানরে সাথে আমার কোন ধরনরে সংশ্লষ্টিতা নইে। ১২ টি গুর্ত্বুর্পূণ নৌপথ খনন ও ক্যাপটিাল ড্রজেংি নামক ২টি প্রকল্পরে বষিয়ে আমাকে নয়িে যে কথা উল্লখে করা হয়ছেে সে প্রকল্পরে বষিয়ে আমি কছিুই জাননিা। যুবদল নতো রফকি নামে আমি কাউকে চনিনিা, এছাড়া আমি কখনো চা/কফি ছাড়া কোন ধরনরে বাজে নশো করনিা, যা বআিইডব্লউিটএি’র লোকজনসহ আমার এলাকাবাসী ভালো জাননে।
বাংলাদশে নৌযান শ্রমকি লীগ র্বতমান সরকাররে উন্নয়নমূলক র্কমকান্ড এবং জাতরি পতিা বঙ্গবন্ধু শখে মুজবিুর রহমানরে স্বপ্নরে সোনার বাংলা গড়তে নরিলসভাবে কাজ করে যাচ্ছ।ে সখোনে সরকারকে বা মাননীয় নৌমন্ত্রী মহোদয় এবং বআিইডব্লউিট’ির চয়োরম্যান মহোদয়কে বব্রিত করতে ইন্ধন যোগানোর অভযিোগটি ভত্তিহিীন। নৌ পথে ডাকা কোন ধরনরে র্ধমঘটরে সাথে আমার কোন সম্পৃক্ততা নইে। র্মাকম্যান, পাইলট বা বআিইডব্লউিটএি’র কোন ধরনরে বদলী র্কাযক্রমরে সাথে আমার জড়তি হওয়ার কোন সুযোগ নাই বধিায় অভযিোগটি সর্ম্পূণ ভত্তিহিীন, মনগড়া ও কাল্পনিক। কোনো একটি কুচক্রী মহল আমার সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যা তথ্য সরবরাহ করে এমন ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছে।

নিবেদক

(পান্না বশ্বিাস)
সাংগঠনকি সম্পাদক
বিআইডব্লিউটিএ শ্রমকি র্কমচারী ইউনয়িন (সিবিএ)
০১৭১২-৬৩০৩৩৯

রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে অনৈতিক কর্মকান্ডের তথ্য সংগ্রহে গিয়ে লাঞ্ছিত সংবাদকর্মী

এনামুল,পঞ্চগড়,প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের একান্তে সময় কাটানোর তথ্যের প্রেক্ষিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন উপজেলার তিন সাংবাদিক।

উপজেলা শহরের মামা-ভাগিনা বিরিয়ানী হাউজ রেস্টুরেন্টে তথ্য সংগ্রহ করতে গিয়ে এ হামলার শিকার হন সময়ের কন্ঠস্বর পত্রিকার পঞ্চগড় জেলা প্রতিনিধি ও সকালের সময়ের উপজেলা প্রতিনিধি নাজমুস সাকিব মুন, দৈনিক কালবেলার দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি সিরাতুল মোস্তাকিম এবং দৈনিক বসুন্ধরা পত্রিকার দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি লাবিবুর রহমান লালন। গতকাল (১৩ জুলাই) সকালে সাড়ে ১১টায় ঐ রেস্টুরেন্টের ভিতরে এই ঘটনা ঘটে। রেস্টুরেন্টটি আগে ইয়ামি ফুড নামে পরিচালিত হতো। তবে পূর্বের পরিচালকের সময় এমন কোন অভিযোগ উঠেনি।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে এই ঘটনায় সাংবাদিক নাজমুস সাকিব মুন বাদী হয়ে রেস্টুরেন্ট মালিক হাবিব, ম্যানেজার সিরাজুল এবং রেস্টুরেন্টের পার্টনার জসিমকে আসামি করে দেবীগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।

ঘটনার অনুসন্ধানে জানা যায়, উপজেলা শহরের আলহাজ্ব লুৎফর রহমান মার্কেটে অবস্থিত মামা ভাগিনা বিরিয়ানি হাউজ নামক ঐ রেস্টুরেন্টে স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদের অতরঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেয়া হচ্ছে গত দেড়-দুই মাস থেকে। গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সেখানে উল্লেখিত তিন সাংবাদিক উপস্থিত হলে ডোমার থেকে আগত দুই ছেলে-মেয়েকে অপ্রীতিকর অবস্থায় পায়, যে মেয়েটি ডোমারের একটি স্কুলে নবম শ্রেণীতে পড়েন। তৎক্ষনাৎ বিষয়টি দেবীগঞ্জের ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেমকে ফোনে অবহিত করেন সাংবাদিক মুন। রেস্টুরেন্টে যাওয়ার পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌসকেও বিষয়টি ফোনে অবগত করা হয়। এরই মাঝে হোটেলের মালিক হাবিবুর রহমান হাবিব সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকদের উপর চড়াও হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরে তার নির্দেশে রেস্টুরেন্টের শাটার লাগিয়ে দেয় হোটেলের ম্যানেজার সিরাজুল ও পার্টনার জসিম। এরপর হাবিব সাংবাদিকদের পেটানোর জন্য লাঠি আনতে বলেন। হাবিবের নির্দেশ পেয়ে সিরাজুল এই সময় কিচেন থেকে চাপাতি এনে সাংবাদিক লালনের ঘাড়ে চেপে ধরে। ঘটনার আধা ঘণ্টা পর দেবীগঞ্জ থানার এসআই ইয়াকুব ঘটনাস্থলে উপস্থিত হয়ে শাটার খুলে তিন সাংবাদিককে উদ্ধার করেন।

এইদিকে নিজেদের অপকর্ম আড়াল করতে রেস্টুরেন্টের ম্যানেজার সিরাজুল ইসলাম বাদী হয়ে তিন সাংবাদিকের নামে থানায় চাঁদাবাজির অভিযোগ এনে এজাহার দায়ের করেন।

পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস প্রধান বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে অনিয়ম, অপরাধ, দুর্নীতির তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করতে গিয়ে যদি সাংবাদিকদের জিম্মি করা হয়, মিথ্যা মামলা দেওয়া হয় তাহলে আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলবেন সাধারণ মানুষ। আমরা আশা করছি পুলিশ পর্যাপ্ত তদন্ত করেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, আমরা উভয় পক্ষের দুইটি অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের