জাগ্রত সভা মানেই মহাযজ্ঞ

রিমি সরদারঃ
গতকাল খন্দকার টাওয়ারের বারো তলায় অনুষ্ঠিত হলো করোনা পরবর্তী প্রথম সাধারণ সভা।
উপস্থিতি নব্বই ভাগ।
বেলা বারোটা থেকে আরম্ভ হওয়া সভার ব্যাপ্তি কাল সন্ধ্যা সাতটা অব্দি। মাঝখানে এক ঘন্টার মধ্যাহ্নভোজে বিরতি। সাংগঠনিক সম্পাদক রাকিবুর রহমান মাহবুব এর সঞ্চালনায় সভা আলোচ্যসূচি অনুযায়ী পরিচালিত হয়।
আজকের সভার অন্যতম বিষয় ছিলো, জাগ্রত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আল মাহমুদ সুমনের অব্যাহতি। শারীরিক ও মানসিক অবস্থার অবনতির জন্য স্ব ইচ্ছায় তিনি অব্যাহতি চান। চেয়ারম্যান মহানায়ক শিহাব রিফাত আলম অব্যাহতি প্রদান কল্পে শর্ত জুড়ে দেন এ দায় জাগ্রত জনতার আপনি থাকবেন আমার কো চেয়ারম্যান এর কাতারে। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হলো সুমন আজ থেকে কো চেয়ারম্যান জাগ্রত ব্যবসায়ী ও জনতা কেন্দ্রীয় কমিটি।
সাংগঠনিক আলোচনায় গঠনতন্ত্র আলোচনা চলে দীর্ঘক্ষণ। গঠনতন্ত্র প্রবক্তা সিনিয়ার কো চেয়ারম্যান আশরাফ চৌধুরী মহোদয়ের আলোচনায় সহজ ও সাবলীল হয় সকলের জন্য বিষয়টি। কো চেয়ারম্যান এমদাদুল হক আলোচনায় অংশ নেন সার্বিকভাবে অভিজ্ঞতার আলোকে আলোকিত করেন সভাকে।
কো চেয়ারম্যান সুইটি আনজুম আলোচনার গতি পরিবর্তন করেন প্রগতির পথে। কো চেয়ারম্যান লুৎফর রহমান রিপন ভাই আলোকপাত করেন চাঁদা প্রসঙ্গে।
এস এম এ রহিম সাংগঠনিক প্রতিবন্ধকতা ও এর সম্ভাব্য প্রতিকার নিয়ে নিবন্ধ উপস্থাপন করেন।
এই পর্যায়ে জাগ্রত সভায় উপস্থিত হন খন্দকার টাওয়ারের সত্বাধিকারী জনাব রুহুল আমিন খন্দকার সি আই পি। সজ্জন খন্দকার সাহেব বরণ করে নেন জাগ্রত নেতৃবৃন্দ কে ফুলেল সৌরভে। মধ্যাহ্নভোজের হোস্ট জনাব বকসি ঘুরে ঘুরে সবার সাথে সৌজন্য সাক্ষাত ও কুশল বিনিময় করেন। এটাই জাগ্রত কে ভালোবাসার অবদান। সম্ভবত জাগ্রত একমাত্র সংগঠন যার মূল মন্ত্র ভালোবাসা।
বিরতির পর সাধারণ সম্পাদক নির্বাচন, সর্ব সম্মতিক্রমে একটি নামই প্রস্তাবনা আসে এবং চেয়ারম্যান মহোদয়ের সদর অনুমতিক্রমে জনাব আরমান মেহেদী জুয়েল নির্বাচিত হলেন সাধারণ সম্পাদক। জাগ্রত ব্লাড ডোনার’স ক্লাব এবং জাগ্রত সাহিত্য মেলার বিষয়েও আলোচনা হয়।
শেষ আলোচনা মিলনমেলা ২০২১।
স্মরণকালের শ্রেষ্ঠ মিলনমেলা উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ চেয়ারম্যান। উপস্থিত সভাসদ একমত।
আহ্বায়ক তৃতীয় বারের মতো কো চেয়ারম্যান জনাব আবুল খায়ের। যুগ্ম আহ্বায়ক নবনিযুক্ত কো চেয়ারম্যান আল মাহমুদ সুমন।
উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক বক্তব্য রাখেন কো চেয়ারম্যান কাজী জিনাত জিনি। সমাপনী বক্তা মহানায়ক চেয়ারম্যান শিহাব রিফাত আলম।
প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে ৭১ সদস্য বিশিষ্ট নবাবপুর সেন্ট্রাল কমিটি ঘোষণা হয়। এই সময় জাগ্রত মঞ্চে উপস্থিত ছিলেন জাগ্রত চেয়ারম্যান শিহাব রিফাত আলম।তিনি কেন্দ্রীয় কমিটির সকল সদস্য কে ফুলেল শুভেচছা তে বরন করেন। সহযোগিতা তে ছিলেন রাকিবুর রহমান মাহবুব , সোহেল খলিফা সহ আরো সহযোদ্ধাগন। সামনেই ইলেক্ট্রিক ব্যবসায়ী এসোসিয়েশন এর নির্বাচন থাকায় উপস্থিত সকলের মধ্যে একটি উত্তেজনা বিরাজমান ছিলো। কেননা নির্বাচনের প্রতিদ্বন্দ্বীবৃন্দ অনুসঠানে উপস্থিত ছিলেন। কিন্তু নিজের বিচক্ষনতা এবং সুন্দর মানসিকতা দিয়ে চেয়ারম্যান শিহাব রিফাত আলম সকল প্রতিদ্বন্দ্বীদের কে এক কাতারে নিয়ে আসেন এবং এক ঐতিহাসিক দৃষ্টান্ত উপস্থাপন করেন। জাগ্রত ব্লাড ডোনার’স ক্লাব সহ জাগ্রত সাহিত্য মেলার ও অনেক প্রশংসা করেন উপস্থিত সকলে। জাগ্রত ব্লাড ডোনার’স ক্লাব বাংলাদেশ বর্তমানে দ্বিতীয় অবস্থানে কার্যরত।
সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে অনুসঠানের সমাপ্তি করেন চেয়ারম্যান শিহাব রিফাত আলম।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আনসার এবং দালালদের চলছে প্রকাশ্যে ঘুষ বাণিজ্য 

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুরছে ছকে বাঁধা ঘুষ দুর্নীতির চরকি। ঘুষ না দিলেই পাসপোর্টের আবেদন হয়ে যায় ত্রুটিপূর্ণ। দালাল চক্রের মাধ্যমে আনসার সদস্য ধরে ঘুষ দিলে ত্রুটি থাকলেও বিশেষ সংকেতে গ্রহণ করা হয় আবেদন। এখানে আনসার সদস্য ও দালালদের দৌরাত্ম্য এতই বেপরোয়া যে, তারা নিজেরাই দিচ্ছেন পুলিশ ভেরিফিকেশনের নিশ্চয়তা।
উপস্থিত সেবা গ্রহীতার মধ্যে অনেকেই বলেন, এভাবে মাছ কেনাবেচার মত পাসপোর্ট কেনাবেচা হচ্ছে কর্তৃপক্ষ কি জানেন না? সেবা গ্রহিতাদের দাবি অবশ্যই জানেন তারা এখানের সিংহভাগই অর্থ হাতিয়ে নিচ্ছেন। কর্মকর্তাদের যোগসাজশে গঠিত দালাল চক্র পাসপোর্ট করতে আসা লোকদের কাছ থেকে প্রতিমাসে কোটি টাকার বেশি হাতিয়ে নিচ্ছেন বলে পাসপোর্ট অফিসটি বিশেষ সূত্রে জানা যায়। সূত্র মতে আরো জানা যায়,নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে আনসার সদস্য ও দালাল চক্রের অর্থ বাণিজ্য আর অফিসের অসাধু কর্মকর্তাদের অনিয়ম বেড়েই চলছে দীর্ঘ দিন ধরে । ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পাসপোর্ট সেবা গ্রহীতারা। এখানে র‌্যাব ও পুলিশ একাধিকবার অভিযান চালিয়ে দালালদের গ্রেপ্তার ও পুলিশসহ সরকারি বিভিন্ন কর্মকর্তাদের নাম পরিচয়ে বানানো নকল সিল জব্দ করলেও বন্ধ হচ্ছেনা তাদের দৌরাত্ম্য। অভিযোগ উঠেছে, আনসার সদস্য ও দালালের মাধ্যমেই পাসপোর্ট করতে আসা লোকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছেন অফিসের কর্তারাই। প্রত্যেক আনসার সদস্য বা দালালের আলাদা কোর্ড নম্বর রয়েছে। ফলে আবেদন জমা হলেই অফিস কর্তারা বুঝতে পারেন আবেদনটি কোন দালাল বা আনসার সদস্যের মাধ্যমে জমা হয়েছে। কৌশল করে আনসার সদস্য এমনকি দালালরা আবেদনকারীকে দিয়ে সরকারি ফি ব্যাংকে জমা করায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪৮ পৃষ্টার ৫ বছর মেয়াদি পাসপোর্টের ক্ষেত্রে সাধারণত ১৫-২১ কর্মদিবসে ফি ৪ হাজার ২৫ টাকা, জরুরি (১০ কর্ম দিবসে) ফি ৬ হাজার ৩২৫ টাকা ও অতীব জরুরি (২ কর্ম দিবসে) ফি ৮ হাজার ৬২৫ টাকা এবং ১০ বছর মেয়াদি সাধারণ ফি ৫ হাজার ৭৫০ টাকা, জরুরি ফি ৮ আজার ৫০ টাকা ও অতীব জরুরি ফি ১০ হাজার ৩৫০ টাকা। ৬৪ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের জন্য সাধারণ ফি ৬ হাজার ৩২৫ টাকা, জরুরি ফি ৮ হাজার ৬২৫ টাকা ও অতীব জরুরি ফি ১২ হাজার ৭৫ টাকা এবং ১০ বছর মেয়াদি সাধারণ ফি ৮ হাজার ৫০ টাকা, জরুরি ফি ১০ হাজার ৩৫০ টাকা ও অতীব জরুরি ফি ১৩ হাজার ৮০০ টাকা। সব ফির সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে। ১৮ বছরের কম এবং ৬৫ বছরের বেশি বয়সী আবেদনকারীরা কেবলমাত্র ৫ বছর মেয়াদি পাসপোর্ট পাবেন। অতি জরুরি আবেদনের ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন সঙ্গে আনতে হবে। নাগরিকদের অভিযোগ, সরকার নির্ধারিত ফি দিয়ে সরাসরি অফিসে আবেদন করে পাসপোর্ট পাওয়া ভাগ্যের ব্যপার। পাসপোর্ট অফিসে ছবি তোলা থেকে ফিঙ্গার প্রিন্ট সব খানেই অনিয়ম। নিয়ম অনুযায়ী সকল কাজ করলেও ঘুষ না দিলে মিলে না সেবা। ত্রুটি ও বিভিন্ন অজুহাতে গ্রহণ করা হয় না আবেদন। আনসার সদস্য বা দালাল ধরে অতিরিক্ত টাকা দিলে সহজে হয়ে যায় কাজ। দালাল ছাড়া সরাসরি আবেদন করলে দিনের পর দিন ঘুরতে হয়। ফলে পাসপোর্ট করতে আসা লোকজন বাধ্য হয়ে দালাল এমনকি আনসার সদস্যদের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। আনসার সদস্য ও দালালরাও পাসপোর্ট অফিসের সামনে ও আশপাশ এলাকায় কম্পিউটার দোকান খুলে দেদারছে চালিয়ে যাচ্ছে এই অবৈধ বাণিজ্য। অফিসটিতে দৈনিক কমপক্ষে ৪ শতাধিকের অধিক আবেদন জমা পড়ে। তার মধ্যে দুই-তৃতীয়াংশই দালালদের মাধ্যমে। প্রতিটি পাসপোর্ট বাবদ ২ হাজার টাকা করে অফিস খরচ হিসেবে দৈনিক অন্তত ৬ লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে। যা মাসে দাঁড়ায় কোটি টাকার উপরে। সরেজমিনে অনুসন্ধানে নির্দিষ্ট অর্থের বিনিময়ের আনসার সদস্যরা আলাদা করে ফিঙ্গারপ্রিন্ট এর সুযোগ তৈরি করে দিতে দেখা গেছে। পাসপোর্ট করতে আসা একাধিক ব্যক্তি জানান, দালাল না ধরে সরাসরি আবেদন জমা দিলে সময় লাগে দুই থেকে তিন মাস। অফিসে আসলে তথ্য কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়। তথ্য কেন্দ্রে গেলে দু’তলায় যোগাযোগ করতে বলেন। এভাবে একজন আরেক জনের কাছে পাঠায়। পাসপোর্ট কবে পাব তা নিশ্চত হতে পারি না। পক্ষান্তরে দালাল ধরে সরকারি ফি বাদে, ২ হাজার টাকা অফিস খরচ, পুলিশ ভেরিফিকেশনের জন্য ১ হাজার আর দালালকে দেড় হাজার টাকা দিয়ে মাত্র ১৬ দিনে পাসপোর্ট পাওয়া যায়। কেউ কেউ ওই দালালের নাম বা দেখিয়ে দিতে বলতে অনিহা প্রকাশ করলেও ভেতরের দৃশ্য দেখলে বোঝা যায় এখানে কেমন দুর্নীতি হয়। দালালদের ইচ্ছা মতো কান্ড ঘটে থাকে এখানে। পরিচয় গোপন রেখে ছদ্ম বেশে পাসপোর্ট করার কথা বলে “ইন্টারনেট অনলাইন সেবা” নামক কম্পিউটার দোকানের দালালের স্বরণাপন্ন হলে তিনি জানান, ৫ বছর মেয়াদে ১৫ দিনে পাসপোর্ট পেতে সরকারি ফি বাদে, সাড়ে ৪ হাজার টাকা দিতে হবে। এত টাকা বেশি কেন জানতে চাইলে তিনি বলেন, ২ হাজার টাকা অফিসের টেবিল খরচ, ১ হাজার টাকা পুলিশ ভেরিফিকেশন আর বাকি টাকা অন্যান্য খরচ ও তার নিজের পারিশ্রমিক। পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনাকে টাকা দেব কেন প্রশ্নের জবাব না দিয়ে তিনি বলেন, বেশি বুঝলে ঘুরতে হবে।
দালালরা পুলিশ ভেরিফিকেশন বাবদ টাকা নেওয়ার কারণ খোঁজ করে জানা গেছে, চোখ কপালে উঠার মত তথ্য। তারা নিজেরাই পুলিশের সিল বানিয়ে স্বাক্ষর দিয়ে প্রতিবেদন তৈরি করে। পাসপোর্ট অফিস তা যাছাই করে না। এসব অনিয়মের বিষয়ে জানাতে এবং তার মন্তব্য জানতে নারায়ণগঞ্জ জেলা অঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক গাজী মাহমুদুল হাসানকে তার মুঠো ফোনে একাধিক বার কল দিলেও তিনি মোবাইল কলটি রিসিভ করেননি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের