মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মেঘনা উপজেলার জয়পুর উত্তর পাড়ার মো. জিহান (৪) নামের এক শিশুর লাশ জয়পুর বাঘাইকান্দি হইতে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) আনুমানিক ভোর ৫টার দিকে প্রতিবেশী কয়েকজন মহিলা ফজর নামাজের পর হাঁটতে বের হয়। পথিমধ্যে দেখতে পায় শেয়াল একটি মৃত লাশ পানি থেকে টেনে-হিঁচড়ে শুকনোর দিকে নিয়ে আসছে। স্থানীয়রা খবর দিলে মেঘনা থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটি উপজেলার জয়পুর গ্রামের মো. লিটন মিয়ার ছেলে।
পরিবার সূথে জানা যায়, গত রবিবার (২৩ জুলাই) দুপুর ১২টার সময় বন্ধুদের সঙ্গে জয়পুর বাঘাইকান্দি রাস্তার দিকে খেলাধুলা করতে গিয়ে জিহান নিখোঁজ হয়। হঠাৎ জিহানকে খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং থেকে শুরু করে থানায় সাধারণ ডায়েরিও করা হয়।
শিশুটির বড় খালা রানু বেগম বলেন, জিহানের পরিবারের কোনো শত্রু নেই। তার পরিবার ও আমরা আত্মীয়-স্বজনরা ধারণা করছি। সে পানিতে ডুবে মারা গেছে।
এ ব্যাপারে মেঘনা থানার এসআই আবু হেনা মো. মোস্তফা রেজা বলেন, খবর পেয়ে শিশু জিহানের লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.