সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছানোর সেঞ্চুরি

আদালত প্রতিবেদক॥

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ শতবারের মতো পেছাল। আগামী ১১ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (৭ আগস্ট) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন প্রতিবেদন দাখিল করেনি মামলার তদন্ত সংস্থা র‌্যাব। এজন্য প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত।

আদালতের শেরে বাংলা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা জালাল উদ্দীন বিষয়টি  জানিয়েছেন। আলোচিত এ হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। অন্য আসামিরা হলেন— বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। আসামিদের সবাইকে একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও তাদের কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

এরপর রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত রুনির ভাই নওশের আলম রোমান। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক এসআই। চার দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়। সেই থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি সংস্থাটি।

পবিপ্রবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইকতিয়ার।

মুন্নি বেগম, পটুয়াখালী জেলা প্রতিনিধি।

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ণ বিভাগের অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন।

রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রফেসর আবদুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

নবনিযুক্ত রেজিস্ট্রার পবিপ্রবির বিএনপিপন্থি সংগঠন সাদা দলের সাধারণ সম্পাদক ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন রেজিস্ট্রারকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
দায়িত্ব গ্রহণ করে রেজিস্ট্রার ড. মো. ইকতিয়ার উদ্দিন এক প্রতিক্রিয়ায় বলেন, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বৈষম্যবিরোধী চেতনা বাস্তবায়নে কাজ করবেন। এসময় পবিপ্রবিকে আরও গতিশীল ও অগ্রগামী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, নবনিযুক্ত রেজিস্ট্রার প্রফেসর ড.মো. ইকতিয়ার উদ্দিন ২০০২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে বিএসসি (অনার্স) ও ২০০৫ সালে একই বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন। পরে তিনি চায়না কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে পিএইচডি ডিগ্রি এবং ২০২১ সালে নেদারল্যান্ডের ওয়াখিনিংগেন ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি জার্মানি ও ফিনল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। ড. ইকতিয়ার জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফেলো হিসেবেও কাজ করেছেন।

 

সবা:স:জু- ৬৯২/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম