স্টাফ রিপোর্টার:
কুমিল্লার হোমনা ইপজেলায় বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে হোমনা থানা পুলিশ।আটককৃত মাদককারবারি দাউদকান্দি থানার নৈয়াইর গ্রামের মোঃ ফারুক মিয়ার ছেলে সাঈদ আনোয়ার (২১)।
শুক্রবার (১ই সেপ্টেম্বর) রাতে হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর মহসীন মাসুদ রানা ও ওসি জয়নাল আবেদীন নির্দেশনায় এসআই তৌহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ উপজেলার মাথাভাঙা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, আটকৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.