চৌহালী প্রতিনিধি :
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুকুরিয়ার ও বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদীর তীরবর্তী এলাকায় মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়েছে চৌহালী থানার পুলিশ সদস্যরা। অভিযানে অবৈধ মা ইলিশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে চৌহালী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি আরও জানান, রবিবার সকাল থেকে চৌহালী থানার খাষপুকুরিয়ার ও বাঘুটিয়া নদী তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি মা ইলিশ মাছ উদ্ধার করেছে।
পরে এ সব ইলিশ মাছ স্থানীয় মাদ্রাসা, এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এসময় অভিযানে নেতৃত্ব দেন চৌহালী থানার এসআই রতন, মানিক ও হাফিজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
প্রসঙ্গ: ইলিশ মাছের প্রজনন বৃদ্ধিতে গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের নদী-সমুদ্রে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা যারা অমান্য করছেন, তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ও মৎস্য দপ্তর৷"
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.