এনামুল,পঞ্চগড়,প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে ফুটবল খেলা চলাকালীন সময়ে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়কে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভাউলাগঞ্জ মাঠে শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসা ও হাজী আজাহার উদ্দিন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী খেলোয়াড় ও শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র দৌলত ইসলাম বলেন, সোমবার খেলার শেষ পর্যায়ে এসেও গোল করতে পারেনি প্রতিদ্বন্দ্বী দল। এই সময় হাজী আজাহার উদ্দিন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন খেলোয়াড়দের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির কথা বলেন। খেলা চলাকালীন পেছন থেকে আমার পায়ে লাথি দেয় প্রতিদ্বন্দ্বী এক খেলোয়াড়। আমি এই ঘটনায় প্রতিবাদ করলে খেলোয়াড়সহ প্রায় ১৫-২০ জন মিলে আমাকে মারধর করে। আমাদের মাদ্রাসার পিয়ন মাহমুদুলসহ অনেকেই আমাকে রক্ষায় এগিয়ে এলে তারাও মারধরের শিকার হন। পরে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে এখানেই চিকিৎসাধীন আছি।
এই ঘটনায় শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট রুহুল আমিন দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।
হাজী আজাহার উদ্দীন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীনকে মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.