টঙ্গীতে প্রতিবন্ধীদের মাঝে চাকরির নিয়োগপত্র ও হাইটেক ডিভাইস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সৈয়দা রোকসানা পারভীন(রুবি):
প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ প্রতিবন্ধী ব্যক্তি ও দুখস্থদের মাঝে নিয়োগপত্র এবং হাইটেক ডিভাইস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে।
গতকাল রবিবার দুপুরে টঙ্গীর স্টেশন রোড এলাকার সমাজ ক্যলান মন্ত্রণালয়ের অধীনস্থ মৈত্রী শিল্পের মাঠে প্রায় ৭৯জন প্রতিবন্ধীকে বিভিন্ন শিল্প কারখানা চাকরির নিয়োগপত্র প্রধান ও শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী,ও স্রবণ প্রতিবন্ধী ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে হাইটেক ডিভাইস বিতরণ করা হয়।

গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ২আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেড-১ সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শেখ রফিকুল ইসলাম, সমাজকল্যান মন্ত্রনালয়ের অতিরক্তি সচিব(প্রশাসন) ডঃ শাহ আলম, যুগ্মসচিব ডঃ দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, যুগ্মসচিব সেলিম খান, উপ উপ-ব্যবস্থাপক মো.হাতেম আলী প্রমুখ।

ট্রাফিক কোতোয়ালি জোনের সচেতনতামূলক কার্যক্রম

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হাবিবুর রহমান এর আদেশক্রমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ট্রাফিক লালবাগ  বিভাগের  উপ-পুলিশ কমিশনার (ডিসি) আসমা সিদ্দিকা মিলির দিক নির্দেশনায়

অদ্য ১০ অক্টোবর ২০২৩ ইং রবিবার ১২ ঘটিকার সময় কোতোয়ালি ট্রাফিক জোনের অন্তর্গত ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন এলাকায় চলাচলকারী বাস লেগুনা ও বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও মালিক সমিতির লোকজনকে নিয়ে ট্রাফিক সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন করা হয়।উক্ত সভায় নবনিযুক্ত ডিএমপি কমিশনারের ট্রাফিক সংক্রান্ত নির্দেশাবলী উপস্থিত ড্রাইভার,হেলপার এবং মালিক সমিতির সকলকে অবগত করা হয়।

আলোচনার বিষয়বস্ত ছিল ট্রাফিক আইন মেনে চলা সহ রাস্তায় বাম লেন সচল রেখে গাড়ি চালানো , যত্রতত্র যাত্রী ওঠানামা না করানো, অপ্রাপ্তবয়স্ক ড্রাইভার দ্বারা গাড়ি না চালানো, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র আপডেট রাখা, প্রধান সড়কের মোড়গুলো পার্কিং মুক্ত রাখা, যাত্রীদের সাথে সুন্দর আচরণ করা, গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা না বলা এবং ভিক্টোরিয়া পার্ক সার্কেল অবৈধ পার্কিং মুক্ত রেখে যানবাহন পরিচালনা করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

ট্রাফিক আইন সংক্রান্ত যাবতীয় নির্দেশাবলী বাস এবং লেগুনা ড্রাইভার এবং মালিক সমিতিকে ব্রিফ করা হয়।

উক্ত ট্রাফিক সচেতনতামূলক প্রোগ্রামের সভাপতিত্ব করেন ট্রাফিক লালবাগ বিভাগের অন্তর্গত কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার(এসি) পীযূষ কুমার দে এ সময় আরো উপস্থিত ছিলেন ট্রাফিক লালবাগ জোনের সকল টিআইগণ এবং ট্রাফিক সার্জেন্ট ও জননন্দিত সঙ্গীত শিল্পী দীন ইসলাম।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম