নৌকা প্রতীক এ্যাডঃ কামাল হোসেন বিশ্বাসকে দেওয়া নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের দোয়া ও মিলাদ

মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান  এ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাস  দলীয়  মনোনয়ন পাওয়ায় আলোচনা দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সোমবার   বিকাল ৪টায় নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়  । এসময়  উপস্থিত ছিলেন,প্রার্থী এ্যাডঃ কামাল হোসেন বিশ্বাস,উপজেলা আওয়ামী লীগের নেতা এ্যাডঃ কাসেম মিয়া, আদাবাড়ীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজু হাওলাদার,এ্যাডঃ কমল,নওমালা ইউনিয়ন যুবলীগ সাবেক সভাপতি এ্যাডঃ নুরুল হক বাচ্চু,  সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি  নাসির উদ্দিন  মৃধা, বাউফল উপজেলার সেচ্ছাসেবক লীগের নেতা শাহাবুদ্দিন আকন সহ নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের   নেত্রীবৃন্দ

নবজাতক শিশুকে শ্বাসরোধ করে হত্যা

মুন্নি বেগম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নে ৬নং ওয়ার্ডের জামালকাঠি গ্রামের মোঃ কাদের চৌধুরীর ছোট ছেলে জহিরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর নবজাতক জুবায়ের নামে সাত দিনের এক নবজাতককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
প্রথম স্ত্রী শাবনাজ আক্তার এর বিরুদ্ধে। বৃহস্পতিবার ০৫/১০/২০২৩ খ্রিঃ বিকাল সাড়ে পাঁচটার দিকে জহিরুল ইসলামের প্রথম স্ত্রী ও দ্বিতীয় স্ত্রীকে ঘর থেকে নেমে যাওয়ার কথা বললে,দ্বিতীয় স্ত্রী ঘর থেকে নেমে যেতে অস্বীকার করলে তার সতীনসহ সাইফুল ইসলামের স্ত্রীকে নিয়ে মায়ের কোলে থাকা নবজাতক শিশুটিসহ মাকে টেনে হেচরে নামাবার সময় নবজাতক শিশুটিকে জোরাজোরি করলে ঘটনাস্থলে নবজাতক শিশুটির মৃত্যু হয়।
নবজাতক শিশুটি নড়াচড়া করে না দেখে মা দ্রুত কালিশুরি নিউ লাইভ কেয়ার ক্লিনিকে নিয়ে যায়।
ক্লিনিকে কর্তব্যরত চিকিৎসক নবজাতকের মৃত্যু নিশ্চিত করেন।
এ বিষয়ে জহিরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী সুমা আক্তার পিতা শফিউদ্দিন তালুকদার,গ্রাম পাটকাঠি,উপজেলা, বাকেরগঞ্জ,জেলা বরিশাল। নবজাতকের মা সুমা আক্তার তিনি বলেন,জহিরুল ইসলাম আমার স্বামী অনেক দিন আগে আমার সাথে বিয়ে হয়েছে আমার বিয়ের ব্যাপারে তিনি গোপন রেখেছেন এবং আমি অসুস্থ হলে তাকে জানালে তিনি আমার জন্য ৫ হাজার টাকা বিকাশে পাঠিয়ে বলেন তুমি চিকিৎসা করে নিও আমি তাবলীগ জামাতে যাচ্ছি মোবাইল ফোনের খোঁজখবর নিব।
সাত মাসের দিকে আমার ছেলে সন্তান জন্ম হয়,আমি বারবার আমার স্বামীকে বলি আমার ছেলে ও আমি অসুস্থ আমি তোমাদের বাড়িতে যাইতে চাই,সে কিছু বলেনি আমার খোঁজ খবর নেয়নি,আমি আজ সকালে আমার স্বামীর বাড়িতে এসেছি ,আমি আসার পর শুনি আমার স্বামীর প্রথম স্ত্রী রয়েছে।
আমার স্বামীর সাথে ফোনে যোগাযোগ করলে সে আমাকে বলে তুই আমার এক লাখ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি করেছো, তুই আমার স্ত্রী না।
এ বিষয় মেয়ের ছোট ভাই মোঃ আব্দুল আলীমকে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমার বোনের সাথে জহিরুল ইসলামের গোপনে বিবাহ হয় এবং আমাদের বাড়িতে অনেক বার বেড়াতে আসতেন এবং তাদের বাড়িতে কয়েকবার নিয়ে গিয়েছে সেজন্য আমার বোনে জহির ভাইয়ের বাড়ি চেনেন।
এ বিষয়ে জহিরুল ইসলামের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি।

বাউফল থানার এস আই নজরুল ইসলাম তিনি বলেন, আমরা মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। রিপোর্টে কি আসে তার উপর ভিত্তি করে আমরা আইনগত ব্যবস্থা নেব। এবং নবজাতকের মা যদি কোন অভিযোগ কিংবা মামলা করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব।
বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক বলেন,উক্ত ঘটনা শুনতে পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশফোর্স পাঠিয়েছি এবং ঘটনার সত্যটা পাওয়াগেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম