ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আবারও নৌকার মাঝি হতে চান ইউপি চেয়ারম্যান রমজান আলী

 

চৌহালী প্রতিনিধি :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়ন পরিষদের পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আবারও নৌকার মাঝি হতে চান উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বারবার নির্বাচিত ঘোরজান ইউপি চেয়ারম্যান রমজান আলী।

গতকাল সোমবার বিকেলে ঘোরজান ইউনিয়নে ফুলহারা বাজারে এক পথসভায় তিনি এ কথা বলেন। তিনি আরোও বিগত পাঁচ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন এটাই প্রত্যাশা করছি। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ঘোরজান ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করব। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত আধুনিক ইউনিয়ন গড়ে তুলব ইনশাআল্লাহ।

৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবু বক্কারের সভাপতিত্বে, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক নূর হোসেনের সঞ্চালনায়, পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোরজান ইউপি চেয়ারম্যান রমজান আলী। আরো উপস্থিত ছিলেন, থানা আ’লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শাহ‌আলম মল্লিক। ঘোরজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, মুরাদ পুর দাখিল মাদ্রাসার সুপার সাইফুল মুরাদী, ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বাহারুল মেম্বার, সম্পাদক শাহিন সিকদার। ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোকলেছুর রহমান, সম্পাদক আঃ হাই। ৪নং ওয়ার্ড আ’লীগের সম্পাদক আফসার আলী। ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আঃ করিম মুন্সি, সম্পাদক আলমগীর মুন্সি। ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আঃ লতিফ, সম্পাদক আঃ র‌উফ মেম্বার। ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোস্তফা তালুকদার, ৯নং ওয়ার্ড আ’লীগের সম্পাদক আঃ ওয়াজেদ আলী। সাবেক ওয়ার্ড আ’লীগের সভাপতি ছোবান সিকদার। ৫নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক চান উল্লাহসহ হাজারো জনতা।

শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে নাঃ বরকত উল্লাহ বুলু

স্টাফ রিপোর্টার:

বিএনপির দাবিতে শতকরা নব্বই শতাংশ মানুষ ইতিমধ্যে সমর্থন জানিয়ে বিএনপি’র সমাবেশে যোগ দিচ্ছে বলে মনে করেন বিএনপি অন্যতম ভাইস চেয়ারম্যান বুলু।

আজ ২০ অক্টোবর সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ-জিসপ কর্তৃক আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু আরও বলেন,

বাংলাদেশের মানুষ নিজের অর্থ ও শ্রম দিয়ে শেখ হাসিনার পদত্যাগ চাই। শেখ হাসিনা গত নির্বাচনে বাবার নামে কসম খেয়ে দিনের ভোট রাতে করেছে সুতরাং এই সরকারের অধীনে নির্বাচন করা যায় না। গণতন্ত্র ধ্বংস করে গণতান্ত্রিক দেশগুলোর সাথে বাংলাদেশের শত্রুতার সৃষ্টি করেছে এই সরকার।
তিনি উল্লেখ করেন, শেখ পরিবারের ৬০ জন লোক দেশ চালাচ্ছে এবং লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশ ধ্বংস করেছে।

এ সময়ে প্রধান বক্তার বক্তব্যে জয়নাল আবেদীন ফারুক বলেন,
প্রশাসনের কিছু অতি উৎসাহী কর্মকর্তাদের দিয়ে এ সরকার আবারও ক্ষমতায় যেতে চায়।
তলে তলে সমঝোতার কথা বিএনপি বিশ্বাস করে না বিএনপি আদব কায়দার আর দল শান্তি পূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে, শ্রীলংকার মত করতে চায় না। আমাদের নেতা তারেক রহমান ক্ষমতায় গেলে আজীবন তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংযোজন করবে, বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা মন্ডলীর অন্যতম এই সদস্য।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন বলেন,
আওয়ামী লীগের ওয়াদা জনগণ এবং বিএনপি বিশ্বাস করে না। জাতির কাছে যদি আওয়ামী লীগ ক্ষমা চাই, তবে আওয়ামী লীগের সাথে আলোচনার পরিবেশ সৃষ্টি হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি নেতা মোঃ শাহজাহান খান,হাবিবুর রহমান হাবিব, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, রফিকুল আলম মজনু সহ সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা ও রায় প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এই অবস্থান কর্মসূচির সভাপতিত্ব করেন জিসপ কেন্দ্রীয় কমিটির সভাপতি গিয়াস উদ্দিন খোকন।
এডভোকেট মোঃ কামাল কামাল হোসেনের পরিচালনায় উক্ত অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন,
বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট শাহিনুর, রকিবুল ইসলাম রিপন, মুক্তার আকন্দ প্রমূখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান