আবেদনবিদ যোগাদান করলেও,গাইনি চিকিৎসক সংযুক্তিতে

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবেদনবিদ(অ্যানেসথেসিয়া) ডাক্তার যোগদান করলেও গাইনি বিভাগের ডাক্তার সংযুক্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে থাকায় অপারেশন থিয়েটার পুনরায় সচল করা যাচ্ছে না।সংযুক্তি বাতিলের চেষ্টা চলছে বলে জানায় হাসপাতাল কতৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,গত পাঁচ বছর যাবত অবেদনবিদ না থাকায় অপারেশন থিয়েটার (ওটি) বন্ধ রয়েছে। এতে মূল্যবান যন্ত্রপাতি অকেজো হওয়ার আশঙ্কা দেখা দেয়।সম্প্রতি অবেদনবিদ ডাক্তার চয়ন কুমার সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। তবে গাইনী বিভাগের ডাক্তার উম্মুল ওয়ারা খান সংযুক্তিতে এক বছর যাবত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত থাকায় অপারেশন থিয়েটার পুনরায় চালু সম্ভব হয়নি।ফলে অপারেশন থিয়েটার বন্ধ থাকায় একদিকে মূল্যবান যান্ত্রপাতি নষ্ট হচ্ছে অন্যদিকে ডেলিভারী অপারেশনসহ বড় কোন অপারেশন করা যাচ্ছে না। যে কোন অপারেশনের রোগি এলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, গফরগাঁওয়ে জনসংখ্যা বেশি থাকায় রোগির চাপ বেশী। কিন্তু দীর্ঘদিন ধরে এনেসথেসিয়া ডাক্তার নেই। গাইনী বিভাগের ডাক্তারও সংযুক্তিতে অন্যত্র কর্মরত। তাই ওটি বন্ধ ছিল। এখন এনেসথেসিয়া ডাক্তার যোগদান করেছেন। সংযুক্তি বাতিল করে গাইনী বিভাগের ডাক্তারকেও ফিরিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা যায় অচিরেই আমরা ওটি চালু করতে পারবো।

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু হাসপাতালে ৩১৯

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু হাসপাতালে ৩১৯

ডেস্ক রিপোর্ট:

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশু রয়েছে। একই সময়ের মধ্যে আরো ৩১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন ছেলে শিশু (৩) ও একজন কন্যাশিশু (৯)। অপর দুজনের মধ্যে একজন পুরুষ (৫২) ও একজন নারী (৪০)। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৯০ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৮৯ জন, ঢাকা বিভাগে ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন ও রংপুর বিভাগে ৪ জন ভর্তি হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ হাজার ৩৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। রোগটিতে আক্রান্ত হয়ে ৬৯ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৩২ জন নারী। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম