নানা আয়োজনে সাপ্তাহিক লোকালয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
সাপ্তাহিক লোকালয় পত্রিকার ৩২ তম বর্ষপূর্তি ও ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। রবিবার (১ অক্টোবর ২০২৩) সকাল সাড়ে ১১ টায় রাজধানী মতিঝিলে কেক কেটে ৩২ম বর্ষে পদার্পণ উদযাপন করেন। অনুষ্ঠান পরিচালনায় সঞ্চালনা করেন মো: মেহেদী হাসান (স্বাধীন দিগন্ত) ও মিজানুর রহমান (দৈনিক দিন প্রতিদিন ), ও সভাপতিত্ব করেন সাপ্তাহিক লোকালয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব নুরুল আমিন রোকন।
এ সময় তিনি বলেন, দেশের সাংবাদিকগোষ্ঠী সমাজের প্রধান দর্পণ, একমাত্র সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই সমাজের অন্যায়, অত্যচার, চাঁদাবাজি, দূর্নীতি ইত্যাদি বিভিন্ন বিষয় জনসম্মুখে উপস্থাপিত হয়ে থাকে। সততা ও নিষ্ঠার মাধ্যমে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করবে এটাই আমাদের প্রত্যাশা। ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাপ্তাহিক লোকালয় পত্রিকার জন্য অফুরান শুভকামনা রইলো।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যুগ্ন-সম্পাদক দিদারুল আলম দিদার, দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মাদ মাসুদ, দৈনিক দিন প্রতিদিনের সম্পাদক শফিকুল ইসলাম সাদ্দাম।
আরও বক্তব্য প্রদান করেন সাপ্তাহিক লোকালয় পত্রিকার চীফ রিপোর্টার মো: মফিজ উদ্দিন, সিনিয়র রিপোর্টার আলিনুর হোসেন, দৈনিক এশিয়া বাণীর পত্রিকার মফস্বল সম্পাদক মো: রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার মো: জাকির হোসেন, সাপ্তাহিক লোকালয় ফটো সাংবাদিক আমির হোসেন রবিন প্রমূখ।

কিশোরগঞ্জ গাইটাল বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেট থেকে মরদেহ উদ্ধার

মো:আলমগীর: কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ অন্ত :জেলা বাস টার্মিনালের পাবলিক টয়লেট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।( ২৪ ) মে রোজ: বুধবার রাত অনুমান ১১ ঘটিকায় ফায়ার সার্ভিস কর্মীরা টয়লেটের দরজা কেটে মরদেহ উদ্ধার করেন।পরে তাহার পকেটে থাকা মানিব্যাগ থেকে এন আই ডি কার্ডের ফটোকপি পাওয়া যায়।
মৃত কামরুল ইসলাম( ৩৪) কিশোরগঞ্জ সদর উপজেলা বিন্নাটি ইউনিয়নের বুডিরচর গ্রামের আব্দুল হাসিমের ছেলে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায়।
স্থানীয় তথ্যসূত্রে জানা যায় যে কিশোরগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম জানান আমরা জানতে পারি কোন এক ব্যক্তি বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটের পড়ে রয়েছে।পরে ফায়ার সার্ভিস এসে টয়লেটের দরজা কেটে মরদেহ উদ্ধার করে।পরে তার পরিচয় পাওয়া যায়।তিনি মহাখালী অনন্যা ক্লাসিক বাসের শ্রমিক ছিলেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )মোহাম্মদ দাউদ জানান টয়লেটের দরজা কেটে উদ্ধার করার পর পকেটে থাকা মানিব্যাগ এন আই ডি কার্ডের ফটোকপি পাওয়া যায়। এখান থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।তার নাম কামরুল ইসলাম এনআইডি কার্ডের সূত্রে পাওয়া পরিচয় তার নিজ ইউনিয়নের চেয়ারম্যান কে খবর দেওয়া হয়েছে। মরদেহ এখন কিশোরগঞ্জ ২৫০ শ‍য‍্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান