মুন্নি বেগম,পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালী বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম-১০ম শ্রেণির একাধিক মেধাবী শিক্ষার্থীরা দিনদিন অনলাইন জুয়ার দিকে ঝুঁকছে।এদের ছত্রছায়ায় রয়েছে এলাকার সিনিয়ররা।ধীরে ধীরে অনলাইন বেটিং এর সাথে জড়িয়ে পরছে এই শিক্ষার্থীরা।পড়াশোনার চেয়ে বেশি মনোযোগী হচ্ছে অনলাইন জুয়ায়।এতে ভবিষ্যতে মানসিক ভারসাম্যহীন ঝুঁকিতে পড়তে পারে বলে ধারনা করছেন অনেকেই। সামাজিক ও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বহীন হতে পারে কথিত ওই শিক্ষার্থীরা।মাদকাসক্তের মতো জুয়ায় আসক্ত হচ্ছেন এ-সব শিক্ষার্থীরা।যানা গেছে, অভিভাবকদের অজান্তেই ৮ম-১০ম শ্রেণির অধিকাংশ মেধাবী শিক্ষার্থীরা এই অনলাইন জুয়ায় ব্যাপকভাবে আসক্ত হয়ে পরছে।স্কুলের বিভিন্ন খরচের অজুহাত দেখিয়ে বাবামায়ের কাছ থেকে টাকা এনে স্মার্ট ফোনের মাধ্যমে আসক্ত হচ্ছেন জুয়ায়।নাম না বলা শর্তে একাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গরা বলেন, কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।এখান থেকে হাজার হাজার মেধাবী শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে বড় বড় চাকুরী করতেছেন।এই আধুনিক শিক্ষা ব্যবস্থায় বর্তমানে ৮ম-১০ শ্রেণির শিক্ষার্থীরা অনলাইন জুয়ায় আসক্ত হবে এটা মোটেও কাম্য নয় আমাদের অভিভাবকদের জরুরী ভিত্তিতে আরও বেশি সচেতন হতে হবে।নয়তো এই তরুণ প্রজন্মের জন্য ভবিষ্যতে হুমকির মুখে পড়তে পারে।এ বিষয় কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আসাদুল হক (মজিবুর) রহমান বলেন, প্রথমে অভিভাবকদের আগে সচেতনতা হতে হবে।তাদের সন্তানেরা স্কুলে আসার আগে ও পরে কোথায় যায় কি করে সেই দিকে অভিভাবকদের বিশেষ ভাবে খেয়াল রাখা জরুরী তিনি আরও বলেন, কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ-১০ম শ্রেনির শিক্ষার্থীরা স্কুল চলাকালীন সময়ে স্মার্ট ফোন সহ কোন প্রকার মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.