বিএনপির কর্মীরা পল্টনে যেভাবে রাত পার করছেন

মোহাম্মদ মাসুদ :
আনুষ্ঠানিকভাবে সমাবেশের অনুমতি পাওয়ার পর ব্যাপক হারে বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হয়েছেন। তারা স্লোগানের ফাঁকে ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলে সময় পার করছেন। সঙ্গে থাকা কাপড়ের ব্যাগ মাথায় দিয়ে তারা ফুটপাতে ঘুমাচ্ছেন।

নয়াপল্টনে রাত বাড়ার সঙ্গে নেতাকর্মীদের সংখ্যাও বাড়ছে। কার্যালয়ের পাশের অলিগলি ও ফুটপাতে অবস্থান করছেন তারা। দোকান ও ভবনের বাইরে মেঝেতে শুয়ে-বসে রাত পার করছেন। তাদেরকে রাতে খিচুড়ি খাওয়ান ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। একটি কাভার্ড ভ্যানে নিপুণ খাবার নিয়ে আসেন পল্টনে।

সমাবেশ ঘিরে ফুটপাত ও ভ্রাম্যমাণ দোকানের পোয়াবারো। নয়াপল্টনে নানা ধরনের মুখরোচক খাবার নিয়ে তারা দোকান সাজিয়েছেন। নেতাকর্মীদের কেউ খেয়েদেয়ে সময় কাটান, কেউ স্লোগান গল্পগুজব, কেউ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ছবি, ভিডি ও লাইভ করে সময় কাটান।

পুরুষের পাশাপাশি হাহার হাজার  নারী নেত্রীদেরকেও নয়াপল্টনে স্লোগান আর প্রতিবাদে কণ্ঠে সরব থাকতে দেখা গেছে। রাতেও নয়াপল্টনে থাকবেন তারা। আয়েশা সুলতানা নামে একজন জানান, তারা কয়েকজন মিলে খুলনা থেকে এসেছেন। উঠেছেন এক আত্মীয়ের বাসায়। সেখানেও পুলিশ হানা দেয়। তাই পুলিশের গ্রেফতার এড়াতে নয়াপল্টনেই রাত কাটাচ্ছেন।

নয়াপল্টনে যারা রাত কাটাচ্ছেন তাদের বেশিরভাগই তৃণমূলের কর্মী। তারা এক দফা দাবি আদায়ে কেন্দ্র থেকে জোরালো কর্মসূচি চাচ্ছেন।
এদিকে কাকরাইল এলাকায় পুুলিশ অভিযানের নামে ব্যাপক ধরপাকর চালাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

 

নেত্রকোনার বানভাসিদের মাঝে সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

 

বিশেষ প্রতিনিধিঃ

নেত্রকোনায় বানভাসিদের মাঝে ঈদ উপহার বিতরণ করে সম্মিলিত সাংবাদিক সমাজ।নেত্রকোনা জেলার মদন থানাধীন নায়েকপুর ইউনিয়নের ১৮টি গ্রামের বন্যা কবলিত ৪০০টি পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমাজের নন্দিত সাংবাদিক নেতা ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক রফিকুল ইসলাম কচি, সাংবাদিক এম শিমুল খান, সাংবাদিক আমেনা ইসলাম খান, এনামুল হক কাজল, ইমাম হোসেন ইমন, শেখ এহছানুল হক খোকন প্রমুখ।

ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে মদন প্রেসক্লাব ও কেন্দুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। এছাড়াও নায়েকপুর ইউনিয়নের চারটি ছাত্র সংগঠন তাদের অত্যন্ত মেধা ও যোগ্যতা দিয়ে যে তালিকা করেন তাদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণে সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে।

এ বিষয়ে সম্মিলিত সাংবাদিক সমাজ এর আহবায়ক কচি বলেন, বাংলাদেশের এই দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকার জন্য সম্মিলিত সাংবাদিক সমাজ এর চেষ্টা মাত্র।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম